হোম > অর্থনীতি

সাত ধরনের গাড়ির অগ্রিম কর নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মোটরযান নিবন্ধন ও ফিটনেস নবায়নকালে সাত ধরনের গাড়ির ক্ষেত্রে অগ্রিম কর দিতে হবে না। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ-সংক্রান্ত একটি স্পষ্টীকরণ প্রজ্ঞাপন দিয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) এক চিঠির জবাবে এনবিআর বিষয়টি স্পষ্ট করেছে।

এনবিআর যেসব গাড়িকে অগ্রিম কর থেকে অব্যাহতি দিয়েছে, তা হলো সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ; সরকার বা স্থানীয় সরকারের অধীন কোনো প্রকল্প, কর্মসূচি বা কার্যক্রম; কোনো বিদেশি কূটনীতিক, বাংলাদেশের কূটনৈতিক মিশন, জাতিসংঘ ও অঙ্গসংগঠনের দপ্তর; বাংলাদেশে কার্যরত বিদেশি উন্নয়ন অংশীদার ও এর সংযুক্ত দপ্তর; এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান; সরকারি বিশ্ববিদ্যালয়; গেজেটেড যুদ্ধাহত মুক্তিযোদ্ধা।

সম্প্রতি বিআরটিএ এনবিআরকে চিঠি দিয়ে কোন ধরনের গাড়িতে অগ্রিম কর হবে না, তা জানতে চেয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে এনবিআর তা স্পষ্ট করেছে। সংস্থাটি জানায়, সাত ধরনের গাড়ির ক্ষেত্রে অগ্রিম কর না নেওয়ার সিদ্ধান্ত আগে থেকেই রয়েছে। তবে তা অস্পষ্ট ছিল। এ জন্য এনবিআর তা বিশদভাবে বিআরটিএকে জানিয়ে দিয়েছে।

জানা যায়, দেশের ৭০ শতাংশ গাড়িই ১ হাজার ৫০০ সিসি ক্ষমতাসম্পন্ন। বর্তমানে এই সিসির ব্যক্তিগত গাড়ির অগ্রিম কর ২৫ হাজার টাকা। তবে ১ হাজার ৫০০ সিসির বেশি; কিন্তু দুই হাজার সিসির কম—এমন গাড়ির অগ্রিম কর ৫০ হাজার টাকা। এ ছাড়া দুই হাজার থেকে তিন হাজার সিসি পর্যন্ত গাড়ির জন্য ১ লাখ টাকা এবং ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ সিসি পর্যন্ত ১ লাখ ২৫ হাজার টাকা অগ্রিম কর দিতে হয়। সিসি এর বেশি হলে দুই লাখ টাকা অগ্রিম কর দিতে হয়।

ইস্টার্ন ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড অনুমোদন

আইএমইডির নভেম্বর মাসের প্রতিবেদন: এডিপি বাস্তবায়নে বড় ধাক্কা

ডলারের বিপরীতে রুপির আরও দরপতন

যুক্তরাষ্ট্রে ব্যাংকিং লাইসেন্সের আবেদন করল পেপ্যাল

সোনার দাম ভরিতে ১৪৭০ টাকা বাড়ল

শেভরনের সহায়তায় সিলেটে ৬০ প্রতিবন্ধী ব্যক্তির স্বাভাবিক জীবনে ফেরা

আরও ১৪ কোটি ১৫ লাখ ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

দিনে ১৭২৫০ টন পেঁয়াজ আমদানির অনুমতি দিল সরকার

ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার

এখন থেকে মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে নগদে