হোম > অর্থনীতি

চলতি অর্থবছরে জিডিপির লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে না: পরিকল্পনা প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলতি অর্থবছর (২০২২-২৩) শেষে সাময়িক হিসেবে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ০৩ শতাংশ। যা গত অর্থবছরের চেয়ে প্রায় এক শতাংশ কম। গত অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ১ শতাংশ।

আজ বৃহস্পতিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে জিডিপির এ তথ্য তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, চলতি অর্থবছর শেষে (২০২২-২৩) জিডিপি প্রবৃদ্ধির প্রাক্কলন করা হয়েছে ৬ দশমিক ০৩ শতাংশ। বছর শেষে এটা পরিবর্তন হতে পারে।

চলতি অর্থবছরের শুরুতে সরকার ৭ দশমিক ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। তবে অর্থ বছরের শেষ দিকে এসে আর্থিক টানা পোড়েন সংকটের কথা মাথায় রেখে প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ৬ দশমিক ৫ শতাংশ নামিয়ে আনে সরকার। এখন তা সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়েও কমেছে। 

গত অর্থবছরে দেশে জিডিপি প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ১ শতাংশ। 

এদিকে ডলারের দাম বাড়ায় দেশের মাথাপিছু আয় কমার তথ্য দিয়েছে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। তিনি বলেন, ডলারের হিসাবে মাথাপিছু আয় কমেছে। ২ হাজার ৮০০ ডলারের নিচে রয়েছে। তবে সঠিক সংখ্যাটি এখনই বলতে চাচ্ছি না। তবে টাকার অঙ্কে মাথাপিছু আয় বেড়েছে। 

২০২১ অর্থ বছরের সাময়িক হিসেবে মাথাপিছু আয় ধরা হয়েছিল ২ হাজার ৮২৪ ডলার। বছর শেষে তা কমে দাঁড়ায় দুই হাজার ৭৯৩ ডলারে। 
সাধারণত টাকার অঙ্কের মাথাপিছু আয়কে ডলারের বিনিময়ে ভাগ করে ডলারে মাথাপিছু আয় হিসাব করা হয়। বর্তমানে সরকারি হারে ডলারের দাম ১০৮ টাকা। এক বছরের যা ছিল ৮৬ টাকা।

ভরসার বিমায় হতাশার ছায়া

মিডিয়াকমের ব্যাডমিন্টন টুর্নামেন্টের শিরোপা পেল নিউজ ২৪

এনআরবি ব্যাংকের বার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংকের ‘বিজনেস পলিসি ও প্ল্যানিং কনফারেন্স’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন শুরু

ইবিএল প্রধান কার্যালয়ে ‘আর্থিক তথ্য প্রকাশ’ বিষয়ে কর্মশালা

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ‘পার্টনার্স টুগেদার’ সম্মেলন অনুষ্ঠিত

জুলস পাওয়ারের এমডি প্রয়াত নুহের লতিফকে বনানীতে সমাহিত

অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপ বিনা মূল্যে দেখা যাবে টফিতে

পর্দা নামল ২৩তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক প্রদর্শনীর

সেকশন