হোম > অর্থনীতি

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কমিটিতে এবার বাইরের বিশেষজ্ঞও রাখবে বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আইএমএফের পরামর্শে ৭ সদস্য বিশিষ্ট মনিটারি পলিসি (মুদ্রানীতি) কমিটি পুনর্গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এতে গভর্নরসহ চারজন ও বাইরের তিনজন নিয়ে মোট সাত সদস্যের কমিটি হবে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এই কমিটির সভাপতি থাকবেন।

এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের বাকি তিনজন সদস্য হবেন—চিফ ইকোনমিস্ট, মনিটারি পলিসি বিভাগের ডেপুটি গভর্নর ও মনিটারি পলিসি বিভাগের নির্বাহী পরিচালক।

কেন্দ্রীয় ব্যাংকের বাইরে বাকি তিনজন হলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান, বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) মহাপরিচালক ও দেশের একজন সুপরিচিত অর্থনীতিবিদ।

এর আগের কমিটি ৪ সদস্যবিশিষ্ট এবং অনানুষ্ঠানিক হলেও এবার মূল্যস্ফীতি বিবেচনায় প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হচ্ছে।

এ কমিটির লক্ষ্য হচ্ছে মূল্যস্ফীতিকে ৮ শতাংশের নিচে নামিয়ে আনা। গত মার্চ থেকে সাধারণ মূল্যস্ফীতি ধারাবাহিকভাবে ৯ শতাংশের ওপরে রয়েছে। গত সেপ্টেম্বরে মূল্যস্ফীতি সামান্য কমে ৯ দশমিক ৬৩ হলেও তা সহনীয় মাত্রার বেশি।

জানা যায়, এই নতুন কমিটিই আগামী জানুয়ারি–জুন সময়ের মুদ্রানীতি প্রণয়ন করবে।

২০ কোটি টাকার বেশি সব ঋণ ফের যাচাই করা হবে: গভর্নর

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর

সীমাবদ্ধতার মাঝেও সাফল্যের গল্প

আগুনে পুড়ে যাওয়া নোট বদলে অপেক্ষা ৮ সপ্তাহ

সমন্বয়হীনতা ও অবহেলায় থমকে প্রকল্পের কাজ

ইস্টার্ন ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড অনুমোদন

আইএমইডির নভেম্বর মাসের প্রতিবেদন: এডিপি বাস্তবায়নে বড় ধাক্কা

ডলারের বিপরীতে রুপির আরও দরপতন

যুক্তরাষ্ট্রে ব্যাংকিং লাইসেন্সের আবেদন করল পেপ্যাল

সোনার দাম ভরিতে ১৪৭০ টাকা বাড়ল