হোম > অর্থনীতি

যুক্তরাষ্ট্রে ইউরেনিয়াম রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দিতে পারে রাশিয়া

যুক্তরাষ্ট্রে ইউরেনিয়াম রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দিতে পারে রাশিয়া। যুক্তরাষ্ট্র ২০২৮ সালে রাশিয়ার ইউরেনিয়াম আমদানির ওপর নিষেধাজ্ঞা দিতে পারে এমন সংবাদের পরিপ্রেক্ষিতে পূর্বসতর্কতা হিসেবে মস্কোই এই নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানিয়েছে, রাশিয়ার রাষ্ট্রায়ত্ত ইউরেনিয়াম রপ্তানিকারক প্রতিষ্ঠান টেনেক্স তার মার্কিন ক্রেতাদের বলে দিয়েছে, যেকোনো সময় ক্রেমলিন রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রে ইউরেনিয়াম রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। 

যুক্তরাষ্ট্রে কাজ করা টেনেক্সের সহযোগী প্রতিষ্ঠান তার মার্কিন ক্রেতা কনস্টেলেশন এনার্জি করপোরেশন, ডিউক এনার্জি করপোরেশন ও ডমিনিয়ন এনার্জি ইনকরপোরেশনকে জানিয়ে দিয়েছে, মস্কো যেকোনো সময় যুক্তরাষ্ট্রে ইউরেনিয়াম রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দিতে পারে। তাই তারা যেন আগাম ব্যবস্থা গ্রহণ করে।

তবে সূত্র জানিয়েছে, ক্রেমলিন এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। কনস্টেলেশন এনার্জি করপোরেশন, ডিউক এনার্জি করপোরেশন এবং ডমিনিয়ন এনার্জি ইনকরপোরেশনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

বিশ্লেষকেরা বলছেন, রাশিয়ার এমন পদক্ষেপ ইউরেনিয়ামের বাজারে ব্যাপক তুলকালাম তৈরি করতে পারে। এর ফলে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ইউরেনিয়ামের দাম বেড়ে যেতে পারে। তবে যুক্তরাষ্ট্রে ইউরেনিয়াম রপ্তানি নিষিদ্ধ করলে তার কী প্রভাব যুক্তরাষ্ট্রের ওপর পড়বে, তা নিয়ে এখনো স্পষ্ট কোনো মূল্যায়ন পাওয়া যায়নি।

উল্লেখ্য, রাশিয়া যুক্তরাষ্ট্রের ইউরেনিয়াম চাহিদার প্রায় এক-চতুর্থাংশ পূরণ করে থাকে এবং দেশটিতে যেসব বেসরকারি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হয়েছে তার ৯০ শতাংশ চুল্লির জ্বালানি সরবরাহ করে রাশিয়া। যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগের তথ্য অনুসারে, ২০২২ সালে যুক্তরাষ্ট্র রাশিয়া থেকেই সবচেয়ে বেশি ইউরেনিয়াম কিনেছে।

সেরা ফিল্ড ফোর্সদের বিশেষ সম্মাননা দিল নগদ

ইনফরমেশন হেল্প ডেস্ক চালু করল ডিএসই

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকের চলাচল নজরদারি করবে এনবিআর

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

রেমিট্যান্স সংগ্রহে অভাবনীয় সাফল্য অর্জন জনতা ব্যাংকের

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামী ব্যাংক

২০ কোটি টাকার বেশি সব ঋণ ফের যাচাই করা হবে: গভর্নর

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর

সীমাবদ্ধতার মাঝেও সাফল্যের গল্প