Ajker Patrika
হোম > অর্থনীতি

২৫ অনন্য ব্যবসাকে এমএসএমই সম্মাননা দিল ট্যালি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২৫ অনন্য ব্যবসাকে এমএসএমই সম্মাননা দিল ট্যালি
ছবি: সংগৃহীত

ট্যালি এমএসএমই সম্মাননা পেয়েছেন ২৫ উদ্যোক্তা। বাংলাদেশে অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ (এমএসএমই) ইকোসিস্টেমে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দেওয়া হয়েছে।

সফটওয়্যার সরবরাহকারী ট্যালি সলিউশনের উদ্যোগে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ‘ট্যালি এমএসএমই সম্মাননা-২০২৪’ দেওয়া হয়েছে বলে গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ নিয়ে চতুর্থবারের মতো এই সম্মাননা দেওয়া হলো। সম্মাননাপ্রাপ্ত উদ্যোক্তাদের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিএবির সাবেক সভাপতি পারভীন মাহমুদ, এভিন্স গ্রুপের পরিচালক শাহ রায়েদ চৌধুরী, রানার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম, গাজী ট্যাংকসের নির্বাহী পরিচালক আনন্দ চন্দ্র নাহা, বিওয়াইডির ডিজিএম ও হেড অব মার্কেটিং ইমতিয়াজ নওশের এবং রানার অটোমোবাইলসের সিএফও সানাত দত্ত।

অনুষ্ঠানে ট্যালি সলিউশনস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সালাহউদ্দিন সানজি বলেন, ‘এমএসএমই সম্মাননা তৃণমূল পর্যায়ে এমএসএমইর বৈচিত্র্য এবং ইতিবাচক প্রভাবকে তুলে ধরে। প্ল্যাটফর্মটি তাদের প্রতিশ্রুতি, উদ্ভাবনী চিন্তাভাবনা এবং শ্রেষ্ঠত্ব অর্জনের প্রচেষ্টাকে সম্মানিত করার একটি উদ্যোগ, যা সত্যিই উদীয়মান উদ্যোক্তাদের মধ্যে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে।’

এ বছর ওয়ান্ডার ওম্যান বিভাগে সম্মাননা পেয়েছেন আফরোজা সুলতানা, কানিজ ফাতেমা, সাবিনা ইয়েসমিন, আতিকা রহমান ও নাজনীন কামাল সুপ্তি। বিজনেস মায়েস্ত্রো বিভাগের বিজয়ীরা হলেন আবুল কালাম হাসান, ইব্রাহিম হোসেন, আবদুল খালেক, ওমর ফারুক ও মনজুর সাজ্জাদ।

টেক ট্রান্সফরমার্স বিভাগের বিজয়ীরা হলেন মো. আবদুল মান্নান, পরিতোষ কুমার মালো, বাবুল চন্দ্র বর্মন, প্ল্যানটেন অ্যাগ্রো লিমিটেড এবং ড. খালেদা আদিব। চ্যাম্পিয়ন অব কজ বিভাগের সম্মাননাপ্রাপ্তরা হলেন ওয়াহিদা খানম, ড. মো. শহিদুজ্জামান, ঝুমোনা মল্লিক, সমীরন দত্ত এবং তসলিমা ফেরদৌসী মিলি। নিউজেন আইকন বিভাগের বিজয়ীরা হলেন রেদোয়ান ফেরদৌস, মো. আবদুর রশিদ সোহাগ, ফারহান তানভির, নুরুল হাসান ও আফিফ জামান।

আমরা একটা ঋণগ্রস্ত জাতিতে পরিণত হয়েছি: এনবিআর চেয়ারম্যান

সেইলরের ঈদ আয়োজন

এআই নির্ভরতা বাড়াচ্ছে ডিবিএস ব্যাংক, চাকরি হারাবেন ৪০০০ কর্মী

শুরু হলো ৩ দিনব্যাপী বাপা ফুডপ্রো

যুক্তরাষ্ট্রে ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগ ও ২০ হাজার চাকরি দেবে অ্যাপল

কোথায় থেমে সংস্কার, ব্যাখ্যা দাবি

‘ভুল নীতিতে’ বস্ত্র খাত এখন চরম সংকটে

তিন মার্চেন্ট ব্যাংকের কার্যক্রম পর্যালোচনার সিদ্ধান্ত

২৩ দিনেই ২ বিলিয়ন ডলারের মাইলফলক রেমিট্যান্সে

স্বাভাবিক কার্যক্রম চালাতে সরকারের সহায়তা চায় অর্থনীতি সমিতি