হোম > অর্থনীতি

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

প্রতিনিধি, শার্শা (যশোর)

আজ শুভ জন্মাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন। দিনটি উপলক্ষে বেনাপোল স্থলবন্দরের সঙ্গে ভারতের পেট্রাপোল বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে বাণিজ্য বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত শর্তসাপেক্ষে সচল রয়েছে।

ভারতের পেট্রাপোল বন্দর সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র জানান, ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে সোমবার সরকারি ছুটিতে বেনাপোল বন্দরের সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। আগামীকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে আবারও স্বাভাবিক নিয়মে শুরু হবে বাণিজ্য। 

বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক বলেন, প্রতিদিন ভারত থেকে প্রায় ৫শ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করে। বেনাপোল বন্দর থেকেও দেড় শতাধিক ট্রাক বিভিন্ন পণ্য রপ্তানি হয় ভারতে। আমদানি, রপ্তানি বন্ধ থাকায় সোমবার প্রবেশের অপেক্ষায় প্রায় সহস্রাধিক পণ্যবাহী ট্রাক দুই পার বন্দরে আটকা পড়েছে। এসব পণ্যের মধ্যে শিল্প কলকারখানার কাঁচামাল, গার্মেন্টস, তৈরি পোশাক, কেমিক্যাল ও খাদ্য দ্রব ছিল। রপ্তানি পণ্যের মধ্যে উল্লেখ্য যোগ পাট ও পাট জাতীয় পণ্য। 

বেনাপোল বন্দরের সহকারী পরিচালক আতিকুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে। ব্যবসায়ীরা যাতে দ্রুত পণ্য খালাস নিতে পারেন সংশ্লিষ্ট সবাইকে এরই মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। 

সেরা ফিল্ড ফোর্সদের বিশেষ সম্মাননা দিল নগদ

ইনফরমেশন হেল্প ডেস্ক চালু করল ডিএসই

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকের চলাচল নজরদারি করবে এনবিআর

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

রেমিট্যান্স সংগ্রহে অভাবনীয় সাফল্য অর্জন জনতা ব্যাংকের

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামী ব্যাংক

২০ কোটি টাকার বেশি সব ঋণ ফের যাচাই করা হবে: গভর্নর

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর

সীমাবদ্ধতার মাঝেও সাফল্যের গল্প