Ajker Patrika
হোম > অর্থনীতি

উন্নয়ন সহযোগীদের চাহিদা পূরণে হিসাব ব্যবস্থাপনায় সংস্কার চান অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

উন্নয়ন সহযোগীদের চাহিদা পূরণে হিসাব ব্যবস্থাপনায় সংস্কার চান অর্থমন্ত্রী

বিশ্বমানের হিসাব ব্যবস্থা গড়ে তুলতে এর সংস্কার প্রয়োজন বলে মত দিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি বলেছেন, পরিবর্তনশীল বিশ্ব ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক মানের হিসাব ব্যবস্থা গড়ে তুলতে হবে। উন্নয়ন সহযোগীদের চাহিদা পূরণেও হিসাব ব্যবস্থায় এ সংস্কার প্রয়োজন। 

অর্থমন্ত্রী আজ শনিবার বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের (সিএজি) কার্যালয় আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মত দেন। 

সিএজি কার্যালয়ের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং দেশব্যাপী তিন দিনের বিশেষ সেবা কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে ঢাকায় সিএজি কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মো. নূরুল ইসলাম সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাফিজ উদ্দিন আহমেদ এবং অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। 

অর্থমন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তির উৎকর্ষের সঙ্গে সামঞ্জস্য রেখে আন্তর্জাতিক মানের অডিট সম্পাদনের প্রচলিত কমপ্লায়েন্স ও ফিন্যান্সিয়াল অডিটের পাশাপাশি পারফরমেন্স অডিট, আইটি অডিট এবং পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক অডিট রিপোর্ট প্রণয়ন করতে হবে। 

অর্থমন্ত্রী আরও বলেন, অডিট কার্যক্রম আরও ফলপ্রসূ হলে সরকারের আর্থিক সম্পদের দক্ষ ও ফলপ্রসূ ব্যবহার সুনিশ্চিত হবে। সময়ের সঙ্গে সংগতি রেখে মানসম্পন্ন এবং রিয়েল টাইম অডিট সম্পন্ন করতে সিএজির সার্ভিস সক্ষমতা বৃদ্ধি করতে অর্থ মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতা করবে বলে তিনি জানান। 

অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার বলেন, আমরা অটোমেশন করেছি। এখন পেনশন গ্রহণকারীরা ঘরে বসেই পেনশনের টাকা পাচ্ছেন। আমাদের বিভিন্ন খরচের ক্ষেত্রে মিতব্যয়ী হতে সিএজি ভূমিকা রাখছে।

বাইডেনের পাঠানো অর্থে নজরদারির ইঙ্গিত, সচিবালয়ে অর্থ উপদেষ্টা

বিমানের টিকিটে ১০ দিনের শুল্ক ছাড়

বসন্তের রঙিন উৎসবে প্রাণবন্ত লেক সিটি কনকর্ড

কিছু ব্যাংক বাঁচানো অসম্ভব: গভর্নর

আবারও মাইন্ডশেয়ার বাংলাদেশ পেল সর্বোচ্চসংখ্যক ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড

অর্থনীতি ঘুরে দাঁড়ালেও চাপ রয়ে গেছে: এমসিসিআই

আমরা একটা ঋণগ্রস্ত জাতিতে পরিণত হয়েছি: এনবিআর চেয়ারম্যান

সেইলরের ঈদ আয়োজন

এআই নির্ভরতা বাড়াচ্ছে ডিবিএস ব্যাংক, চাকরি হারাবেন ৪০০০ কর্মী

শুরু হলো ৩ দিনব্যাপী বাপা ফুডপ্রো