নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২০২৩ সালে বাংলাদেশের তৈরি পোশাকের প্রধান বাজার মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানিতে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। ২০২৩ সালে ২০২২ সালের তুলনায় নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ৬৮ শতাংশ। অন্যদিকে তৈরি পোশাক রপ্তানির সবচেয়ে বড় বাজার ইইউতে ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে মাত্র ১ দশমিক ৪৯ শতাংশ। তৈরি পোশাকে বড় দুই বাজারে রপ্তানি কমার জন্য মুদ্রাস্ফীতি ও বৈশ্বিক অর্থনীতির গতি শ্লথ হওয়া ও মধ্যপ্রাচ্যের চলমান সংকট অনেকাংশে দায়ী বলে মনে করে বিজিএমইএ।
ইইউতে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা খাওয়ার মূল কারণ ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশ জার্মানিতে পোশাক রপ্তানি কমা। ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে জার্মানিতে তৈরি পোশাক রপ্তানি কমেছে ১ দশমিক ১৯ বিলিয়ন মার্কিন ডলার। বিজিএমইএর সভাপতি ফারুক হাসানের সংগঠনের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের কাছে লেখা চিঠির সূত্রে এই তথ্য জানা যায়।