হোম > অর্থনীতি

‘পাচার হওয়া অর্থ ফেরত আনতে তৎপর গভর্নর’

আজকের পত্রিকা ডেস্ক­

হুসনে আরা শিখা। ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা বলেছেন, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর পাচার হওয়া অর্থ ফেরতের প্রক্রিয়া দ্রুত শেষ করতে নির্দেশ দিয়েছেন। বিগত সময়ে বিভিন্নভাবে দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল বুধবার সাংবাদিকদের এ তথ্য জানান মুখপাত্র।

হুসনে আরা শিখা বলেন, ‘পাচার হওয়া অর্থ ফেরত আনতে অগ্রাধিকার দিয়ে কোন কাজগুলো করতে হবে, তা নির্দিষ্ট করার ক্ষেত্রে আমাদের দক্ষতার অভাব রয়েছে। এ জন্য আমরা বারবার আন্তর্জাতিক সহযোগিতার কথা বলছি।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আইএমএফ, বিশ্বব্যাংকসহ বেশ কিছু সংস্থা পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে কারিগরি সহযোগিতার আশ্বাস দিয়েছে। সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন সফর করেছেন গভর্নর। এ সময় শুধু পাচার হওয়া অর্থ ফেরত আনার জন্য আন্তর্জাতিক মহলের সঙ্গে পাঁচটি বৈঠক করেছেন তিনি।’

মুখপাত্র বলেন, বিশ্বব্যাংকের অঙ্গপ্রতিষ্ঠান মাল্টিলেটারাল ইনভেস্টমেন্ট এজেন্সি রপ্তানি উন্নয়ন তহবিলে এক বিলিয়ন ডলার বাণিজ্য-সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। দেশের বিদ্যমান রপ্তানি উন্নয়ন তহবিলের সঙ্গে এই অর্থ যুক্ত হলে বাংলাদেশের রপ্তানি কার্যক্রম আরও ত্বরান্বিত হবে।

সেরা ফিল্ড ফোর্সদের বিশেষ সম্মাননা দিল নগদ

ইনফরমেশন হেল্প ডেস্ক চালু করল ডিএসই

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকের চলাচল নজরদারি করবে এনবিআর

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

রেমিট্যান্স সংগ্রহে অভাবনীয় সাফল্য অর্জন জনতা ব্যাংকের

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামী ব্যাংক

২০ কোটি টাকার বেশি সব ঋণ ফের যাচাই করা হবে: গভর্নর

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর

সীমাবদ্ধতার মাঝেও সাফল্যের গল্প