হোম > অর্থনীতি

জানুয়ারিতে ঢাকায় আসছেন তুরস্কের বাণিজ্যমন্ত্রী

আজকের পত্রিকা ডেস্ক­

আজ মঙ্গলবার বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন। ছবি: আজকের পত্রিকা

তুরস্কের বাণিজ্য মন্ত্রী ওমের বোলাত আগামী জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসছেন। এই সফর নিয়ে আজ মঙ্গলবার ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকটি বাণিজ্য উপদেষ্টার সচিবালয়স্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার সম্ভাবনা এবং তুরস্কের মন্ত্রীর আসন্ন সফরের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, তুরস্কের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিনের এবং এটি দিন দিন আরও শক্তিশালী হচ্ছে। অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো ও দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সম্পর্ক উন্নয়ন উভয় দেশের জন্যই ইতিবাচক ফল বয়ে আনবে।

রাষ্ট্রদূত রামিস সেন বলেন, তুরস্কের বাণিজ্যমন্ত্রীর এই সফর কেবল অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সংহতি প্রকাশের দৃষ্টান্তই নয়, বরং দুই দেশের বাণিজ্যিক সম্ভাবনা অন্বেষণের একটি বড় পদক্ষেপ। তিনি সফরের পরিকল্পনা ও কার্যক্রম নিয়ে বাণিজ্য উপদেষ্টাকে বিস্তারিত অবহিত করেন।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তারও উপস্থিত ছিলেন। এ সফর দুই দেশের সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি নতুন বাণিজ্যিক সুযোগ উন্মোচনে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।

সেরা ফিল্ড ফোর্সদের বিশেষ সম্মাননা দিল নগদ

ইনফরমেশন হেল্প ডেস্ক চালু করল ডিএসই

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকের চলাচল নজরদারি করবে এনবিআর

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

রেমিট্যান্স সংগ্রহে অভাবনীয় সাফল্য অর্জন জনতা ব্যাংকের

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামী ব্যাংক

২০ কোটি টাকার বেশি সব ঋণ ফের যাচাই করা হবে: গভর্নর

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর

সীমাবদ্ধতার মাঝেও সাফল্যের গল্প