হোম > অর্থনীতি

সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ১০ জেলার ২৬ প্রতিষ্ঠানকে সম্মাননা

যশোর প্রতিনিধি

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোরের আওতায় তিনটি ক্যাটাগরিতে ১০ জেলার সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ২৬ প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়েছে। আজ রোববার সকালে যশোর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয় চত্বরে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে সেমিনার শেষে সম্মাননা ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়। 

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোরের কমিশনার মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেনাপোল কাস্টম হাউসের কমিশনার মো. আবদুল হাকিম। 

বিশেষ অতিথি ছিলেন ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্রিয়াব) প্রতিষ্ঠাতা সভাপতি খবির উদ্দিন আহমেদ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোরের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সেলিম শেখ। স্বাগত বক্তব্য দেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোরের উপকমিশনার মেহেবুব হক। 

সেমিনার শেষে তিনটি ক্যাটাগরিতে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ২৬টি প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে উৎপাদন ক্যাটাগরিতে কুষ্টিয়ার মডার্ন প্লাইউড অ্যান্ড উড প্রসেসিং কোম্পানি লিমিটেড, গোপালগঞ্জের জেকে পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, চুয়াডাঙ্গার মেসার্স বঙ্গ পিভিসি পাইপ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ঝিনাইদহের পিসকো ইংক কোম্পানি লিমিটেড, ফরিদপুরের শেফ ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মাগুরার আরকে ডোর ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মেহেরপুরের আল কাঈফ মোটরস, যশোরের আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড। 

ব্যবসা ক্যাটাগরিতে কুষ্টিয়ার জয়দেব পাল অ্যান্ড সন্স, গোপালগঞ্জের মেসার্স কাজী সৈয়দ আলী, চুয়াডাঙ্গার মেসার্স শহিদুল হক মোল্লা, ঝিনাইদহের এ আর ট্রেডার্স, নড়াইলের কাস ট্রেড, ফরিদপুরের নকশীকাঁথা, মাগুরার মেসার্স মুসলিমা এন্টারপ্রাইজ, যশোরের ঝিকরগাছার মেসার্স আজিজুর রহমান। সেবা ক্যাটাগরিতে কুষ্টিয়ার দিশা হোটেল অ্যান্ড রেস্তোরাঁ, গোপালগঞ্জের শরীফ ফার্নিচার, চুয়াডাঙ্গার হোটেল সাহিদ প্যালেস, ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্ট, নড়াইলের নিরিবিলি পিকনিক স্পট, ফরিদপুরের সেরিন গার্ডেন, মাগুরার সুগন্ধা সুইট, মেহেরপুরের বাসুদেব গ্র্যান্ড সন্স, যশোরের হোটেল জাবীর প্যারাডাইস ও রাজবাড়ীর মেসার্স নির্মল মিষ্টান্ন ভান্ডার নির্বাচিত হয়েছে। 

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পক্ষে স্বত্বাধিকারী ও প্রতিনিধিরা অতিথিদের হাত থেকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করেন।

১০ লাখ টন চিনি রপ্তানি করবে ভারত, দাম কমবে বিশ্ববাজারে

চলতি বছরই চীনে পেয়ারা ও কাঁঠাল রপ্তানির অনুমতি মিলবে

‘বাংলাদেশের নেওয়া ঋণের সুদ হার কমানোর কথা বিবেচনা করছে চীন’

আলোক হেলথ কেয়ারের পক্ষ থেকে ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ অনুষ্ঠিত

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে: বাণিজ্য উপদেষ্টা

ভরসার বিমায় হতাশার ছায়া

মিডিয়াকমের ব্যাডমিন্টন টুর্নামেন্টের শিরোপা পেল নিউজ ২৪

এনআরবি ব্যাংকের বার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংকের ‘বিজনেস পলিসি ও প্ল্যানিং কনফারেন্স’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন শুরু

সেকশন