হোম > অর্থনীতি

সরকার আরও বৈদেশিক ঋণ নেবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকার আরও বৈদেশিক ঋণ নেবে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম। শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের তুলনাকে অবান্তর বলেও মন্তব্য করেছেন তিনি। 

আজ শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) কম্পিউটার কৌশল বিভাগ আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন। 

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, ‘রাষ্ট্র ঋণ নেয় আবার রাষ্ট্রই ঋণ পরিশোধ করে। ব্যক্তি কখনো ঋণ পরিশোধ করে না। আমরা ঋণ আরও নেব। ঋণ নেওয়া তো ব্যবসা করার মতোই। আমরা হিসাব করেই ঋণ নিই। বাংলাদেশ হিসাব করতে দক্ষ। সরকারি প্রতিষ্ঠান লাভের জন্য করা হয় না, করা হয় সেবার জন্য। ক্ষতি দেখে তো সরকারি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া যাবে না।’ 

আইইবির কম্পিউটার কৌশল বিভাগের সম্পাদক সঞ্জয় কুমার নাথের সঞ্চালনায় কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাবেক উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাহফুজুল ইসলাম সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনারে সভাপতিত্ব করেন আইইবির কম্পিউটার কৌশল বিভাগের চেয়ারম্যান মো. তমিজ উদ্দীন আহমেদ। স্বাগত বক্তব্য দেন আইইবির সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন শীবলু। 

সেমিনারে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকার প্রযুক্তিনির্ভর এবং যুগোপযোগী ১০০ বছরের পরিকল্পনা করেছে। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় আমরা সব খাত অন্তর্ভুক্ত করেছি। ২০০৯ থেকে এখন পর্যন্ত দেশ অত্যন্ত পরিকল্পিতভাবেই এগিয়ে যাচ্ছে। উই হেভ অ্যা ড্রিম, ২০৪১ সালের মধ্যেই আমরা উন্নত দেশে পরিণত হব।’ 

পদ্মা সেতু নিয়ে গবেষণা সংস্থা সিপিডির সমালোচনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘দেবপ্রিয় ভট্টাচার্যরা সমালোচনা করেই যাচ্ছেন, ভয় দেখাচ্ছেন, নানান পরিসংখ্যান দেখাচ্ছেন। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা শঙ্কিত অর্থনীতিবিদদের কথা শোনেন না। তাঁদের কথা শুনলে পদ্মা সেতু হতো না।’ 

তবে এ দেশের শিক্ষা খাতের আরও উন্নয়ন প্রয়োজন বলে মনে করেন প্রতিমন্ত্রী। পরিকল্পনা প্রতিমন্ত্রী আক্ষেপ করে বলেন, ‘বিশ্বের ২৫০টি দেশের মধ্যে আমাদের দেশের কোনো বিশ্ববিদ্যালয় নেই। অথচ দেশে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় বেড়েই চলছে। আমরা দেশেই বিশেষজ্ঞ তৈরি করতে পারছি না।’

সেরা ফিল্ড ফোর্সদের বিশেষ সম্মাননা দিল নগদ

ইনফরমেশন হেল্প ডেস্ক চালু করল ডিএসই

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকের চলাচল নজরদারি করবে এনবিআর

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

রেমিট্যান্স সংগ্রহে অভাবনীয় সাফল্য অর্জন জনতা ব্যাংকের

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামী ব্যাংক

২০ কোটি টাকার বেশি সব ঋণ ফের যাচাই করা হবে: গভর্নর

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর

সীমাবদ্ধতার মাঝেও সাফল্যের গল্প