Ajker Patrika
হোম > অর্থনীতি

মাহমুদ জিন্সের ডিএমএডির ওপর হামলা: এফবিসিসিআইসহ ১০ ব্যবসায়ী সংগঠনের প্রতিবাদ ও নিন্দা

অনলাইন ডেস্ক

মাহমুদ জিন্সের ডিএমএডির ওপর হামলা: এফবিসিসিআইসহ ১০ ব্যবসায়ী সংগঠনের প্রতিবাদ ও নিন্দা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় পোশাক কারখানা মাহমুদ জিন্সের ডিএমডি মো. রাফি মাহমুদের ওপর ন্যক্কারজনক ও অমানবিক হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ১০ ব্যবসায়ী সংগঠন।

আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

বিবৃতি দেওয়া সংগঠনগুলো হলো— বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই), বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন (বিইএফ), বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ), বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ), বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই), ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই), বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) ও বাংলাদেশ অ্যাপারেল ইয়ুথ লিডারস অ্যাসোসিয়েশন (বায়লা)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা মনে করি, এটি শুধু ব্যক্তির ওপরই আঘাত নয়; বরং গোটা শিল্পের ওপর আঘাত। উদ্যোক্তার ওপর এমন আক্রমণ এই শিল্পের প্রত্যেক উদ্যোক্তা পরিবারকে হতবাক করেছে এবং এ ঘটনা ভবিষ্যতে উদ্যোক্তাদের কেবল নিরুৎসাহিতই করবে না, ভবিষ্যতে সম্ভাব্য বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগ সিদ্ধান্তের ওপরও বিরূপ প্রভাব ফেলবে।’

গত বৃহস্পতিবার গাজীপুরে বন্ধ হওয়া ওই পোশাক কারখানার এক মাসের বকেয়া বেতন ও সার্ভিস বেনিফিটের (চাকরি ছাড়ার পর আনুষঙ্গিক আর্থিক সুবিধা) টাকা না পেয়ে কারখানার ডিএমডিকে পেটায় শ্রমিকেরা।

সরকারি অর্ডারে ফিরছে মিরাকল

সবুজ উন্নয়নে ব্যাংকগুলোর ঝোঁক

যুক্তরাষ্ট্রের তুলা আমদানিতে ভর্তুকি দাবি

ট্রাম্পের শুল্ক আরোপে ডলারের ব্যাপক দরপতন, তেজি হয়ে উঠল সোনা

পিন ছাড়াই রবি ও এয়ারটেল অ্যাপে বিকাশ পেমেন্টের সুবিধা

সোনার দামে নতুন রেকর্ড, ভরি ১ লাখ ৬৩ হাজার টাকা ছাড়াল

গ্রামীণ ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ

স্মার্টফোন ও কম্পিউটারকে নতুন মার্কিন শুল্ক থেকে অব্যাহতি

দেশের বাজারে ইয়ামাহার নতুন আকর্ষণ এফজেড২৫

আন্দোলনের নামে সহিংসতা-ভাঙচুর হলে বিনিয়োগকারীরা শঙ্কায় পড়বে: ফাহমিদা খাতুন