হোম > অর্থনীতি

খাদ্য নিরাপত্তা তহবিল: সুবিধাভোগী বাড়াতে ঋণসীমা কমল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের খাদ্য নিরাপত্তা স্কিমের স্বল্প সুদের ঋণের সুবিধাভোগী বৃদ্ধির লক্ষ্যে ঋণের সীমা কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী ঋণের সীমা কমানোর ফলে আগের চেয়ে বেশিসংখ্যক কৃষি উদ্যোক্তা ঋণ পাবেন। এ জন্য প্রাণিসম্পদ খাতে গ্রাহকদের সর্বোচ্চ ঋণসীমা নির্ধারণের পাশাপাশি খামারিদের ঋণের সীমা কমিয়ে ২০ লাখ টাকা করা হয়েছে। এ বিষয়ে গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত বছরের ১৭ নভেম্বর খাদ্য নিরাপত্তা তহবিলের জন্য গঠিত ৫ হাজার কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। সহজ শর্তে স্বল্প সুদের এই ঋণের ওপর নজর পড়েছে বড় গ্রাহকদের। গবাদিপশুর খামারের নামে বড় অঙ্কের ঋণ নিয়ে যাচ্ছেন তাঁরা। এতে ঋণ বিতরণের লক্ষ্য ভিন্ন দিকে প্রবাহিত হওয়ার উপক্রম হয়েছে। তাই প্রকৃত ও প্রান্তিক কৃষকের ঋণসুবিধা নিশ্চিত করতে এই সীমা নির্ধারণ করে দিল বাংলাদেশ ব্যাংক। 

বাংলাদেশ ব্যাংক জানায়, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ৫ হাজার কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। এই তহবিল থেকে সর্বোচ্চ ৪ শতাংশ সুদে ঋণ পাচ্ছেন কৃষকেরা। 

একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা জানান, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক পর্যায়ে ঋণ বিতরণে অনেক ব্যাংকের সীমাবদ্ধতা রয়েছে। বাংলাদেশ ব্যাংক ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ব্যাংকগুলোকে নিজস্ব নেটওয়ার্ক ব্যবহার করতে পরামর্শ দিয়েছে। 

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকের চলাচল নজরদারি করবে এনবিআর

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

রেমিট্যান্স সংগ্রহে অভাবনীয় সাফল্য অর্জন জনতা ব্যাংকের

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামী ব্যাংক

২০ কোটি টাকার বেশি সব ঋণ ফের যাচাই করা হবে: গভর্নর

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর

সীমাবদ্ধতার মাঝেও সাফল্যের গল্প

আগুনে পুড়ে যাওয়া নোট বদলে অপেক্ষা ৮ সপ্তাহ

সমন্বয়হীনতা ও অবহেলায় থমকে প্রকল্পের কাজ