বিশেষ প্রতিনিধি, ঢাকা
ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫০ পয়সা কমিয়ে ১০৫ টাকা করা হয়েছে। তবে অপরিবর্তিত রাখা হয়েছে অকটেন ও পেট্রলের দাম। লিটারপ্রতি অকটেন ১২৫ টাকা এবং পেট্রল ১২১ টাকা। আগামীকাল শুক্রবার থেকে এ দাম কার্যকর হবে।
আজ বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানিয়েছে সরকার।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস–বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে প্রাইসিং ফর্মুলার অধীনে নভেম্বর মাসের জ্বালানি তেলের দাম খুচরা পর্যায় লিটারপ্রতি ১০৫ টাকা ৫০ পয়সা থেকে ৫০ পয়সা কমিয়ে ১০৫ টাকা, কেরোসিন ১০৫ টাকা ৫০ পয়সা থেকে ৫০ পয়সা কমিয়ে ১০৫ টাকা করা হয়েছে। অকটেন লিটার প্রতি ১২৫ টাকা ও পেট্রল প্রতি লিটার ১২১ টাকায় অপরিবর্তিত রেখে এ সমন্বয় করা হয়েছে। নতুন দাম আগামীকাল শুক্রবার থেকে কার্যকর হবে।
জ্বালানি বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।