নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের মানুষ ভালো আছে বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আজ রোববার দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
অর্থনীতি কি ভালো অবস্থায় আছে? মানুষ কি ভালো আছে? এসব প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘দেশের মানুষকে জিজ্ঞেস করুন। আমি তো মনে করি ভালো আছে। বাজারে জিনিসপত্রের দাম কমে আসছে, আরও কমবে। ৫০ হাজার টন পেঁয়াজ আসছে ভারত থেকে। এগুলো এলে দাম আরও কমে যাবে।’
মন্ত্রী বলেন, নতুন একজন প্রতিমন্ত্রী পেয়ে ভালো হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের কাজের গতি আরও বাড়বে।
এদিকে, দায়িত্ব গ্রহণের পরে সচিবালয়ে প্রথম অফিস করেন নতুন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান। তিনি সাংবাদিকদের বলেন, ‘দেশের অর্থনৈতিক অবস্থা কিছুটা চ্যালেঞ্জের মুখে আছে। করোনার সময় থেকে এবং পরবর্তীতে যুদ্ধ পরিস্থিতির কারণে সারা বিশ্বের অর্থনীতিই চাপে রয়েছে। এ জন্য আমাদের অর্থনৈতিক অবস্থাও কিছুটা চ্যালেঞ্জের মুখে। এ অবস্থা উত্তরণে দুর্নীতি মুক্ত অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা হবে মূল লক্ষ্য।’