Ajker Patrika
হোম > অর্থনীতি

ওপিজি গঠনের পর লোহিত সাগরে পুনরায় পণ্যবাহী জাহাজ নামাচ্ছে মেয়ার্স্ক

অনলাইন ডেস্ক

ওপিজি গঠনের পর লোহিত সাগরে পুনরায় পণ্যবাহী জাহাজ নামাচ্ছে মেয়ার্স্ক

লোহিত সাগর এবং এডেন উপসাগরে কার্যক্রম পুনরায় শুরু করার ঘোষণা দিয়েছে বিশ্বের অন্যতম বৃহত্তম জাহাজ পরিবহন প্রতিষ্ঠান ডেনমার্কের মেয়ার্স্ক। হুতি বিদ্রোহীদের হামলার মুখে কার্যক্রম বন্ধের কথা জানিয়েছিল প্রতিষ্ঠানটি। এরপর হুতিদের বিরুদ্ধে বহুজাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েনের পর গতকাল রোববার কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে মেয়ার্স্ক। তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে খবরটি জানান হয়েছে।

মেয়ার্স্ক এক বিবৃতিতে বলেছে, সাম্প্রতিক সময়ে লোহিত সাগর এবং এডেন উপসাগরের আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করে মেয়ার্স্ক এবং সমুদ্রপথের অন্যান্য পরিবহন প্রতিষ্ঠান নিরাপত্তার স্বার্থে এসব এলাকায় তাদের কার্যক্রম স্থগিত করেছিল। আমাদের নৌযান এবং জাহাজের পণ্যসম্ভারের নিরাপত্তা সব সময়ই আমাদের অগ্রাধিকার ছিল এবং থাকবে। সে সঙ্গে, বর্তমান পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য বিধান করে সব জরুরি ব্যবস্থা চালু করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘রোববার ২৪ ডিসেম্বর ২০২৩ তারিখে আমরা নিশ্চিত হয়েছি যে পূর্বে ঘোষিত বহুজাতিক নিরাপত্তা উদ্যোগ অপারেশন প্রস্পারিটি গার্ডিয়ান (ওপিজি) স্থাপন করা হয়েছে। সে সঙ্গে, লোহিত সাগর এবং এডেন উপসাগর দিয়ে সামুদ্রিক বাণিজ্যের অনুমতি দিয়ে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি, এশিয়া ও ইউরোপের মধ্যে প্রবেশদ্বার হিসেবে সুয়েজ খালও আবার ব্যবহার করা যাবে। এটি সমগ্র শিল্প এবং প্রকৃতপক্ষে বিশ্ব বাণিজ্যের কার্যকারিতার জন্য একটি দারুণ খবর।

লোহিত সাগর হয়ে ইসরায়েলের পথে পণ্য পরিবহন বন্ধ করে দিচ্ছে বিশ্বের বড় বড় জাহাজ পরিবহন সংস্থাগুলো। এই তালিকায় রয়েছে বিশ্বের অন্যতম বৃহত্তম জাহাজ পরিবহন প্রতিষ্ঠান ডেনমার্কের মেয়ার্স্ক ও জার্মানির হ্যাপাগ-লয়েডের মতো প্রতিষ্ঠানগুলো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক বিশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের প্রতি সমর্থন জানিয়ে লোহিত সাগর হয়ে ইসরায়েল অভিমুখী একাধিক বিদেশি জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ঘোষণায় হুতি বিদ্রোহীরা জানিয়েছিল, লোহিত সাগর হয়ে যেসব জাহাজ ইসরায়েলে যাবে, সেগুলোর ওপর হামলা চালানো হবে।

এ অবস্থায় ডেনিশ জাহাজ পরিবহন প্রতিষ্ঠান মেয়ার্স্ক এবং জার্মান জাহাজ পরিবহন প্রতিষ্ঠান হ্যাপাগ-লয়েড এই অঞ্চল দিয়ে নিজেদের জাহাজগুলোকে চলাচল থেকে বিরত থাকার নির্দেশ দেয়।

ব্যাংক খাতের খেলাপি ঋণ: প্রতিশ্রুতি ও বাস্তবতায় বিশাল ফারাক

কেনাকাটার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে দারাজ বাংলাদেশ নিয়ে এলো ’চয়েস’

বাঘাবাড়ী নৌপথে নাব্যতা-সংকট

ব্যাংক এশিয়ায় আর্থিক সাক্ষরতা দিবস— ২০২৫ পালন

ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ফরিদপুরের কলেজ শিক্ষার্থী রাসেল ফকির

প্রান্তিক কৃষকদের আর্থিক সেবা দেবে পেট্রোকেম ও ব্র্যাক ব্যাংক

আলোচনা ছাড়া কর-শুল্ক বাড়ানোয় সংকটে শিল্প ও সেবা খাত

নারীদের করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে ৫ লাখ টাকা চায় ওয়েন্ড

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

নারায়ণগঞ্জে সাত মাসে ২৩ কারখানা বন্ধ, বেকার হাজার হাজার শ্রমিক