Ajker Patrika
হোম > অর্থনীতি

নওগাঁর ফুলকপিচাষিদের পাশে ‘স্বপ্ন’

বিজ্ঞপ্তি  

নওগাঁর ফুলকপিচাষিদের পাশে ‘স্বপ্ন’
নওগাঁর ফুলকপিচাষিদের পাশে ‘স্বপ্ন’। ছবি: সংগৃহীত

মেহেরপুর, রাজবাড়ীর পর নওগাঁর সদর উপজেলার হাপানিয়া ইউনিয়নে পৌঁছে গেছে ‘স্বপ্ন’ টিম। সেখানকার কৃষকদের চাষ করা ফুলকপির বাম্পার ফলন হলেও প্রত্যাশিত দাম পাচ্ছেন না বলে জানান কৃষকেরা।

সম্প্রতি এমন কিছু খবর গণমাধ্যমেও প্রচার হয়েছে। বিষয়টি দৃষ্টিগোচর হয় দেশের অন্যতম সুপারশপ ‘স্বপ্ন’ কর্তৃপক্ষের। গত দুই সপ্তাহে মেহেরপুর ও রাজবাড়ী থেকে ফুলকপি কিনে কৃষকদের মুখে হাসি ফুটিয়েছে ‘স্বপ্ন’। এবার মেহেরপুর, রাজবাড়ীর পর গত রোববার নওগাঁয় পৌঁছে যায় ‘স্বপ্ন’ টিম।

সরাসরি কৃষকের কাছ থেকে কেনা হয় ফুলকপি। এই ফুলকপি ঢাকাসহ ঢাকার বাইরের স্বপ্নের আউটলেটগুলোতে বিক্রি হচ্ছে।

প্রতিষ্ঠানটি নওগাঁ সদর উপজেলার হাপানিয়া ইউনিয়নের মোহনপুর গ্রামের তরদারপাড়া এলাকার ফুলকপি সবজিচাষি মো. আব্দুল খালেক, আবুল কালাম আজাদ, আব্দুস সামাদের কাছ থেকে কয়েক হাজার ফুলকপি কিনে নেওয়া হয়।

এ বিষয়ে স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, ‘সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন এলাকার কৃষকদের ফুলকপি চাষ নিয়ে হতাশার বিষয়টি চোখে পড়ে আমাদের। এরপর মেহেরপুর, রাজবাড়ী ও নওগাঁ এলাকায় পৌঁছে যায় “স্বপ্ন” টিম এবং সেই সঙ্গে হতাশাগ্রস্ত কৃষকদের কাছ থেকে ফুলকপি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। ক্রেতাদের জন্য স্বপ্ন আউটলেটে থাকছে কৃষক ভাইদের জমির চাষের এই ফুলকপি। যেখানেই কৃষকের কান্না কিংবা হতাশার খবর চোখে পড়বে আমাদের, সেখানেই পৌঁছে যাবে স্বপ্ন টিম। কৃষক বাঁচলে, বাঁচবে দেশ।’

ব্যাংক খাতের খেলাপি ঋণ: প্রতিশ্রুতি ও বাস্তবতায় বিশাল ফারাক

কেনাকাটার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে দারাজ বাংলাদেশ নিয়ে এলো ‘চয়েস’

বাঘাবাড়ী নৌপথে নাব্যতা-সংকট

ব্যাংক এশিয়ায় আর্থিক সাক্ষরতা দিবস— ২০২৫ পালন

ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ফরিদপুরের কলেজ শিক্ষার্থী রাসেল ফকির

প্রান্তিক কৃষকদের আর্থিক সেবা দেবে পেট্রোকেম ও ব্র্যাক ব্যাংক

আলোচনা ছাড়া কর-শুল্ক বাড়ানোয় সংকটে শিল্প ও সেবা খাত

নারীদের করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে ৫ লাখ টাকা চায় ওয়েন্ড

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

নারায়ণগঞ্জে সাত মাসে ২৩ কারখানা বন্ধ, বেকার হাজার হাজার শ্রমিক