Ajker Patrika
হোম > অর্থনীতি

সবুজ সনদ পেল আরও ৩ পোশাক কারখানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সবুজ সনদ পেল আরও ৩ পোশাক কারখানা

সুবজ কারখানার (গ্রিন ফ্যাক্টরি) তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে আরও তিনটি পোশাক কারখানা। এর ফলে দেশে সবুজ কারখানার সংখ্যা বেড়ে ২৪০ হলো। আজ মঙ্গলবার (১৮ মার্চ) তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ কার্যালয় এ তথ্য জানিয়েছে।

নতুন তিনটি সবুজ কারখানার হলো— গাজীপুরের কালিয়াকৈরের ইকোটেক্স লিমিটেড, বোর্ড বাজারের এলিট গার্মেন্টস ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড ও শ্রীপুরের ইউরো নিট স্পিন লিমিটেড। তিনটিই প্লাটিনাম ক্যাটাগরিতে সবুজ সনদ পেয়েছে। এর মধ্যে ইকোটেক্স লিমিটেডের স্কোর ৯০, এলিট গার্মেন্টস ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের স্কোর ৮৫ ও ইউরো নিট স্পিন লিমিটেডের স্কোর ৮৫।

উল্লেখ্য, ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট ডিজাইন (এলইইডি) গ্রিন ফ্যাক্টরি বা সবুজ কারখানার সার্টিফিকেশন দিয়ে থাকে। সর্বশেষ ২০২৪ সালে ২৬টি পোশাক কারখানা সবুজ কারখানায় তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। নতুন বছরে এখন পর্যন্ত ৮টি পোশাক কারখানা সবুজ কারখানার তালিকায় জায়গা পেয়েছে।

২০২৩ সালে সনদ পেয়েছিল ২৪টি কারখানা। ২০২২ সালে পেয়েছিল ৩০টি। ২০১১ সালে দেশের ২টি কারখানা প্রথম লিড স্বীকৃতি পায়।

ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) তথ্যমতে, দেশে এখন সবুজ কারখানা ২৪০টি। এর মধ্যে প্লাটিনাম ক্যাটাগরির ৯৮টি, গোল্ড ১২৮টি, সিলভার ১০টি ও সার্টিফাইড ক্যাটাগরির চারটি। এছাড়া ৫৫০টির বেশি কারখানা গ্রিন ফ্যাক্টরি হতে রেজিস্ট্রেশন বা পাইপলাইনে রয়েছে। সবুজ কারখানার তালিকায় বাংলাদেশের পরের অবস্থানে রয়েছে ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া।

বিশ্বের বেশ কিছু প্রতিষ্ঠান পরিবেশবান্ধব স্থাপনার সনদ দিয়ে থাকে। সেগুলোর মধ্যে অন্যতম হলো— যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি)। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত ইউএসজিবিসি যে সনদ দেয়, তার নাম লিড। লিডের পূর্ণাঙ্গ রূপ লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন। এ সনদ পেতে প্রতিটি প্রকল্পকে ইউএসজিবিসির তত্ত্বাবধানে স্থাপনা নির্মাণের কাজ থেকে শুরু করে উৎপাদন পর্যন্ত বিভিন্ন পর্যায়ে মান রক্ষা করতে হয়।

যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) থেকে পরিবেশবান্ধব সনদ পাওয়ার জন্য কয়েকটি শর্ত পরিপালন করতে হয়। মোট ১০০ নম্বরের মধ্যে কোনো কারখানা ৮০-এর বেশি পেলে লিড প্লাটিনাম, ৬০-৭৯ পেলে লিড গোল্ড, ৫০-৫৯ নম্বর পেলে লিড সিলভার ও ৪০-৪৯ নম্বর পেলে লিড সার্টিফায়েড সনদ দেওয়া হয়।

ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘নেক্সট ৫০: কালেক্টিভ ফিউচারস’ বইয়ের মোড়ক উন্মোচন

সিএসআর উদ্যোগে অনবদ্য ভূমিকায় রেকিট বেনকিজারের ‘লাইজল’

যমুনা রেলসেতুতে বার্জার ও সিএমপির উন্নত কোটিং প্রযুক্তির ব্যবহার

এলডিসি উত্তরণে চ্যালেঞ্জের চেয়ে সুযোগ-সম্ভাবনাই বড়: বাণিজ্য উপদেষ্টা

সিগারেটে কর বাড়ছে না আসছে বাজেটে

বন্ড বাজারের উন্নয়নে ট্রাস্টিদের নিয়ে বিএসইসিতে সভা

করদাতা খুঁজতে বাড়ি বাড়ি যাচ্ছে এনবিআর

ঈদের ছুটিতেও শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি সেবা

সুতি জার্সি-পুলওভার: মার্কিন বাজারে বিপাকে প্রতিদ্বন্দ্বীরা, বাংলাদেশের অনন্য সুযোগ

তিন স্তরে সিগারেটের মূল্য নির্ধারণের প্রস্তাব