হোম > অর্থনীতি

ইউক্রেনকে ১৩০ কোটি ডলার জরুরি সহায়তা দিল আইএমএফ  

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের প্রত্যাশা অনুযায়ী ১৩০ কোটি ডলার জরুরি সহায়তা ছাড় করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। বিশ্বজুড়ে খাদ্যসংকটের মধ্যে সদ্য চালু খাদ্যসহায়তা কর্মসূচির আওতায় এই অর্থ দেওয়া হয়েছে বলে বৈশ্বিক আর্থিক খাতের নেতৃত্বে থাকা সংস্থাটির বিবৃতিতে জানানো হয়েছে। 

ইউক্রেনের ‘ব্যালেন্স অব পেমেন্ট বা লেনদেনে ভারসাম্য রক্ষার জরুরি চাহিদা মেটানোর’ পাশাপাশি অন্যদের কাছ থেকে ‘ভবিষ্যতে আর্থিক সহায়তা পাওয়ার ক্ষেত্রেও’ মধ্যস্ততায় সহায়তা করবে এই প্যাকেজ। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল ওয়াশিংটনে এই প্যাকেজ উদ্বোধন করেছেন। এর অর্থ ছাড় করাও শুরু হয়েছে। 

আইএমএফের বিবৃতিতে বলা হয়, ‘সাত মাসেরও আগে ইউক্রেনের বিরুদ্ধে শুরু করা রাশিয়ার যুদ্ধ চরম মানবিক ভোগান্তি ও অর্থনৈতিক সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে। চলতি বছরে দেশটির প্রকৃত জিডিপি ৩৫ শতাংশ সংকুচিত হবে। ফলে অর্থায়নের প্রয়োজন ব্যাপকই থাকবে।’     

ফেব্রুয়ারিতে রুশ হামলা শুরুর পরপর জরুরি ভিত্তিতে ইউক্রেনকে ১ দশমিক ৪ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে আইএমএফ। গত সপ্তাহে বিশ্বব্যাংক দেশটির জন্য ৫৩ কোটি ডলারের বাড়তি সহায়তা মঞ্জুর করে। এর আগে ইউক্রেনের জন্য জরুরি তহবিল হিসেবে প্রায় ১ হাজার ৩০০ কোটি ডলার দেওয়া হয়েছে, যার মধ্যে ১ হাজার ১০০ কোটি ডলার ছাড় করা হয়েছে বলে আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাটি বলেছে। 

একই দিন যুক্তরাষ্ট্রও ইউক্রেনের জন্য ১ হাজার ২৩০ কোটি ডলারের সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে, যার আওতায় ৩৭০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম বিক্রি করবে। রুশ আগ্রাসন শুরুর পর যুক্তরাষ্ট্র সর্বমোট ৬ হাজার ৫০০ কোটি ডলার দিয়েছে ইউক্রেনকে। 

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনেরে দক্ষিণ ও পশ্চিমের চার অঞ্চলকে রাশিয়ার সঙ্গে জুড়ে নেওয়া হয়েছে বলে ঘোষণা দেন। তবে কিয়েভের বাহিনী সম্প্রতি দনেৎস্কের কিছু অংশসহ লড়াইয়ের সম্মুখভাগজুড়ে রুশ সেনাদের পিছু হটতে বাধ্য করেছে। 

আইএমইডির নভেম্বর মাসের প্রতিবেদন: এডিপি বাস্তবায়নে বড় ধাক্কা

ডলারের বিপরীতে রুপির আরও দরপতন

যুক্তরাষ্ট্রে ব্যাংকিং লাইসেন্সের আবেদন করল পেপ্যাল

সোনার দাম ভরিতে ১৪৭০ টাকা বাড়ল

শেভরনের সহায়তায় সিলেটে ৬০ প্রতিবন্ধী ব্যক্তির স্বাভাবিক জীবনে ফেরা

আরও ১৪ কোটি ১৫ লাখ ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

দিনে ১৭২৫০ টন পেঁয়াজ আমদানির অনুমতি দিল সরকার

ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার

এখন থেকে মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে নগদে

তৈরি পোশাক রপ্তানি: ইইউ-যুক্তরাষ্ট্রের বাইরে সম্ভাবনা জাপানে