বিজ্ঞপ্তি
২০২৩ সালের ৩১ জানুয়ারি ভিআইপি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (মোংলা ইপিজেড) ভিআইপি-১ এর ব্যাগ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তারই পরিপ্রেক্ষিতে বিমা প্রতিষ্ঠান বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি (বিজিআইসি) পিএলসি.-এর কাছে বিমা গ্রহীতা ভিআইপি ইন্ডাস্ট্রিজ ২৫ ফেব্রুয়ারি অন অ্যাকাউন্ট অগ্রিম দেওয়ার জন্য আবেদন করে।
বিজিআইসি স্বল্পতম সময়ের মধ্যে বিদেশি পুনঃবিমাকারীর কাছ থেকে পাঁচ কোটি টাকা প্রাপ্ত হয়ে সোমবার (৮ জুলাই) বিজিআইসি’র প্রধান কার্যালয়ে বিমা গ্রহীতা ভিআইপি ইন্ডাস্ট্রিজকে আংশিক বিমা দাবির চেক হস্তান্তর করে।
চেক হস্তান্তর অনুষ্ঠানে বিজিআইসির মাননীয় চেয়ারম্যান তওহিদ সামাদ এবং ভিআইপির মুখ্য নির্বাহী কর্মকর্তা অঞ্জন মোহন্তী উপস্থিত ছিলেন। এ ছাড়া বিজিআইসির মুখ্য নির্বাহী কর্মকর্তা আহমেদ সাইফুদ্দীন চৌধুরীসহ বিজিআইসি ও ভিআইপি-এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।