Ajker Patrika
হোম > অর্থনীতি

১২ জুলাইয়ের মধ্যে বেতন-বোনাস পরিশোধের দাবি গার্মেন্টস টিইউসির

অনলাইন ডেস্ক

১২ জুলাইয়ের মধ্যে বেতন-বোনাস পরিশোধের দাবি গার্মেন্টস টিইউসির

আসন্ন ঈদুল আজহার বোনাস এবং জুন মাসসহ সব বকেয়া মজুরি আগামী ১২ জুলাইয়ের মধ্যে পরিশোধ এবং ঈদের ছুটির আগে জুলাই মাসের অর্ধেক বেতন দেওয়ার দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। আজ শুক্রবার গার্মেন্টস শ্রমিক টিইউসির এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। 

গার্মেন্টস টিইউসির সভাপতি মন্টু ঘোষ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন স্বাক্ষরিত এই বিবৃতিতে বলা হয়, করোনা মহামারির দ্বিতীয় ঢেউ জনজীবনে চরম বিপর্যয় সৃষ্টি করেছে। সারা দেশে কঠোর বিধিনিষেধ ও সাধারণ ছুটি চলছে। এমন প্রতিকূল সময়েও গার্মেন্টস শ্রমিকেরা জীবনের ঝুঁকি নিয়ে উৎপাদন অব্যাহত রাখতে বাধ্য হচ্ছে। শ্রমিকদের ঝুঁকি ভাত প্রদানের দাবি সম্পূর্ণ অগ্রাহ্য করা হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই ঈদ আসন্ন। ঈদের আগে সুষ্ঠুভাবে শ্রমিকদের পাওনা বেতন–বোনাস পরিশোধে সরকার ও দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোর তৎপরতা মোটেও দৃশ্যমান নয়। 

বিবৃতিতে নেতৃবৃন্দ শ্রমিকদের মূল বেতনের সমপরিমাণ ঈদ বোনাস ও সব বকেয়া বেতন অবিলম্বে পরিশোধ করতে এবং এবার ঈদ মাসের শেষে হওয়ায় চলতি মাসের অর্ধেক বেতন ঈদের আগেই পরিশোধের দাবি জানান নেতৃবৃন্দ। এ বিষয়ে এখনই সরকারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায় সংগঠনটি। একই সঙ্গে ঈদে শ্রমিকদের প্রাপ্য ছুটি কোনো অবস্থাতেই না কাটার দাবি জানানো হয়।

ব্যাংক খাতের খেলাপি ঋণ: প্রতিশ্রুতি ও বাস্তবতায় বিশাল ফারাক

কেনাকাটার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে দারাজ বাংলাদেশ নিয়ে এলো ’চয়েস’

বাঘাবাড়ী নৌপথে নাব্যতা-সংকট

ব্যাংক এশিয়ায় আর্থিক সাক্ষরতা দিবস— ২০২৫ পালন

ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ফরিদপুরের কলেজ শিক্ষার্থী রাসেল ফকির

প্রান্তিক কৃষকদের আর্থিক সেবা দেবে পেট্রোকেম ও ব্র্যাক ব্যাংক

আলোচনা ছাড়া কর-শুল্ক বাড়ানোয় সংকটে শিল্প ও সেবা খাত

নারীদের করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে ৫ লাখ টাকা চায় ওয়েন্ড

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

নারায়ণগঞ্জে সাত মাসে ২৩ কারখানা বন্ধ, বেকার হাজার হাজার শ্রমিক