Ajker Patrika
হোম > অর্থনীতি

অতি দরিদ্রদের জন্য সরকারের কর্মসংস্থান কর্মসূচির মজুরি বিতরণ করবে বিকাশ

অনলাইন ডেস্ক

অতি দরিদ্রদের জন্য সরকারের কর্মসংস্থান কর্মসূচির মজুরি বিতরণ করবে বিকাশ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ‘অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)’ প্রকল্পে তিনটি বিভাগের ২১টি জেলার ১ লাখ ৬৫ হাজারের বেশি শ্রমিকের মজুরি জিটুপি (গভর্নমেন্ট টু পারসন) পদ্ধতিতে পৌঁছে যাবে বিকাশে। ২০২২-২০২৩ সালে দুই পর্যায়ে ৮০ দিনের মজুরি এসব কর্মক্ষম বেকার শ্রমিকে তাদের বিকাশ অ্যাকাউন্টে পেয়ে যাবেন। উপকারভোগীরা এই টাকা বাড়ির কাছের এজেন্ট পয়েন্ট থেকে কোনো খরচ ছাড়াই ক্যাশআউট করে নিতে পারবেন। 

সম্প্রতি এই লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও বিকাশ একটি চুক্তি স্বাক্ষর করেছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. আতিকুল হক এবং বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব.), চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর পরিচালিত ‘অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) ’ সরকারের অন্যতম সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রম। এ কর্মসূচি কর্মক্ষম দুস্থ পরিবারের জন্য স্বল্পমেয়াদি কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র্য নিরসন ও দুর্যোগঝুঁকি হ্রাসে সক্ষমতা বাড়ানোসহ গ্রামীণ অবকাঠামো নির্মাণ, মেরামত, সংস্কার, রাস্তা, ড্রেন, বাজার পরিষ্কার ইত্যাদি কাজে ভূমিকা রাখে। 

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্ট এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের উপবৃত্তি, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা ভাতা, প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ভাতা, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ভাতাসহ আরও বিভিন্ন সরকারি প্রকল্পের ভাতা সফলতা, স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে উপকারভোগীদের মধ্যে বিতরণ করে সরকারের ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যমাত্রা পূরণে সহযোগী হিসেবে কাজ করে আসছে বিকাশ। 

মূল্যস্ফীতি নেমেছে এক অঙ্কে

২০০ কোটি ডলারের পাটপণ্য রপ্তানি করতে চায় সরকার

দুর্নীতির জালে বিএসইসির ৪ বিভাগ

বেক্সিমকোর শ্রমিক-কর্মচারীর পাওনা পরিশোধ শুরু রোববার

নিরবচ্ছিন্ন দানের জন্য ‘সদকাহ্ জারিয়াহ্’ অ্যাকাউন্ট চালু করলো প্রাইম ব্যাংক

অফুরন্ত অফারে ঈদ মানেই প্রিমিয়ার ব্যাংক

ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির জন্য ৩৫০ কোটি টাকার মূলধন উত্তোলন

‘পার্সিয়ান টেল’ থিমে সারা’র আকর্ষণীয় ঈদ আয়োজন!

নাসার চেয়ারম্যান নজরুলের বাড়ি-প্লট ক্রোক ও ৫৫ কোম্পানির শেয়ার অবরুদ্ধের নির্দেশ

‘বেস্ট ফিনটেক ইনোভেশন’ অ্যাওয়ার্ড পেল বিকাশ ও হুয়াওয়ে