Ajker Patrika
হোম > অর্থনীতি

বাড়ছে না চিনির দাম, সিদ্ধান্ত বদলেছে সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাড়ছে না চিনির দাম, সিদ্ধান্ত বদলেছে সরকার

জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে চিনির দাম বাড়ানোর সিদ্ধান্ত বদলেছে সরকার। আজ বৃহস্পতিবার রাতে শিল্প মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান এ তথ্য জানিয়েছেন।

এক খুদে বার্তায় তিনি জানান, জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে চিনির দাম বাড়ানোর সিদ্ধান্ত বদলেছে সরকার। চিনির আগের দামই বহাল থাকবে।

এর আগে আন্তর্জাতিক বাজার ও দেশীয় দামের সঙ্গে মিল রেখে প্রতিকেজি চিনির দাম ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি)। বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এ বিষয়ে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা আজকের পত্রিকাকে বলেছিলেন, ‘করপোরেশনের চিনি বাইরে বিক্রি খুবই কম। পুলিশ, সেনাবাহিনীসহ সরকারি বিভিন্ন সংস্থায় এই চিনি দেওয়া হয়। তবে বাজারের সঙ্গে মিল রেখে দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। কেজি প্রতি ২০ টাকা বাড়ানো হয়েছে।’

বিএসএফআইসি সূত্রে জানা গেছে, বিএসএফআইসি কর্তৃক উৎপাদিত চিনির বিক্রয়মূল্য প্রতি কেজি আখের চিনির দাম ছিল ১৪০ টাকা। 

বিজ্ঞপ্তি অনুযায়ী, করপোরেশনের ৫০ কেজি বস্তাজাত চিনির মিলগেট বিক্রয় মূল্য ১৫০ টাকা (এক কেজি) ও ডিলার পর্যায়ে বিক্রয়মূল্য ১৫৭ টাকা (এক কেজি) নির্ধারণ করা হয়েছিল। এ ছাড়া করপোরেশনের প্রতিকেজি প্যাকেটজাত চিনির মিলগেট বা করপোরেট সুপারশপ বিক্রয়মূল্য ১৫৫ টাকা। পাশাপাশি বিভিন্ন সুপারশপ, চিনি শিল্প ভবনের বেসমেন্টে ও বাজারে সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

একযোগে তিন আন্তর্জাতিক প্রদর্শনী ঢাকায়: ৮ মে শুরু হচ্ছে মেডিটেকস, হেলথ ট্যুরিজম ও ফুড অ্যান্ড অ্যাগ্রো ২০২৫

বিআরবি হসপিটালসের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন এবং সেবা সপ্তাহ উদ্বোধন

ঘর বাঁচাতে ইস্পাত আমদানিতে ১২ শতাংশ শুল্ক বসাচ্ছে ভারত

জাতীয় ন্যূনতম মজুরিসহ যেসব সুপারিশ করেছে শ্রম সংস্কার কমিশন

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিদ্যুতের কর ভর্তুকি বন্ধ করা জরুরি: সিপিডি

চীনা বিনিয়োগ হারাচ্ছে যুক্তরাষ্ট্র, তহবিল পাচ্ছে যুক্তরাজ্য-সৌদি আরব

ট্রাম্পের শুল্কে এখনো অস্থির বিশ্ববাজার, সোনার দামে নতুন রেকর্ড

ব্রিজ বিশ্বকাপে কোয়ালিফাই করল বাংলাদেশ

বাংলাদেশে ক্যাস্ট্রলের আফটারমার্কেট ডিস্ট্রিবিউটর হলো রক এনার্জি

বাণিজ্য চুক্তিতে যুক্তরাষ্ট্রকে সুবিধা দেবে যেসব দেশ, তাদের পাল্টা আঘাতের হুঁশিয়ারি চীনের