হোম > অর্থনীতি

শুরু হচ্ছে ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২৩ 

ওটিটি ও ডিজিটাল কনটেন্ট ইন্ডাস্ট্রির ভালো কাজকে স্বীকৃতি দিতে তৃতীয়বারের মতো দেওয়া হবে ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস। ইস্পাহানি টি লিমিটেড এবং দ্য ডেইলি স্টার একটি সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে ওটিটি ও ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২৩ এর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।

২০২৩ সালে মুক্তি পাওয়া সব কনটেন্টের মধ্য থেকে সেরা কাজগুলোতে সম্মানিত করার লক্ষ্যেই শুরু হচ্ছে এবারের আয়োজন। ২০২২ সালে যাত্রা শুরু করা এই যাত্রা দেশের বিনোদন ক্ষেত্রকে গঠনকারী শিল্পী, কনটেন্ট নির্মাতা ও উদ্ভাবকদের পথচলাকে স্বীকৃতি দেওয়ার একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। 
ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডসের ২০২৩ সংস্করণটি সৃজনশীলতার ৩০টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা দেবে। 

এর মধ্যে রয়েছে ফিল্ম ও ড্রামার নয়টি, সংগীতের জন্য তিনটি ও সমালোচকদের মাধ্যমে নির্ধারিত ১২টি ক্যাটাগরি এবং কনটেন্ট নির্মাতাদের সম্মানিত করতে বিশেষ পাঁচটি ক্যাটাগরি। 

বাংলাদেশের গতিশীল ওটিটি ও ডিজিটাল কনটেন্ট বিনোদন শিল্পকে উজ্জ্বল করে তুলছে। এ শিল্পের অসাধারণ প্রতিভা ও কঠোর পরিশ্রমকে সম্মানিত করে আসছে ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ৷ সেই সঙ্গে পর্দার সামনের ও পেছনের কারিগরদের সম্মান জানানো এবং তাদের কাজকে উদ্‌যাপন করাই এই আয়োজনের অনন্য একটি বৈশিষ্ট্য।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নির্মাতা, শিল্পীসহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। ইস্পাহানি টি লিমিটেডের জেনারেল ম্যানেজার (জিএম) জনাব ওমর হান্নান, দ্য ডেইলি স্টারের হেড অফ মার্কেটিং অ্যান্ড সেলস ইমরান কাদির এবং মিডিয়াকম লিমিটেডের সিইও অজয় কুমার কুন্ডু অনুষ্ঠানে এবারের আয়োজনের বিষয়ে প্রয়োজনীয় তথ্য তুলে ধরেন। তাঁদের উপস্থিতি এ উদ্যোগের পেছনে থাকা সমন্বিত চেতনাকে তুলে ধরে।
 
ইস্পাহানি টি লিমিটেডের জিএম ওমর হান্নান বলেন, ‘ইস্পাহানি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে এই উদ্যোগ বাংলাদেশের সৃজনশীল কমিউনিটিকে আরও শক্তিশালী করবে। আমরা আশা করছি এটি আরও ইতিবাচক ও উদ্ভাবনী কনটেন্টকে অনুপ্রাণিত করবে এবং নির্মাতাদের অসাধারণ প্রতিভা দিয়ে দর্শকদের মুগ্ধ করার জন্য উৎসাহিত করবে।’

এ বছর প্রথমবারের মতো অফিশিয়াল বিনোদন সহযোগী হিসেবে থাকছে টিকটক। টিকটক দক্ষিণ এশিয়ার কনটেন্ট অপারেশনের প্রধান পূজা দত্ত বলেন, ‘ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি এবং ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডসের সঙ্গে অংশীদারিত্ব করতে পেরে টিকটক গর্বিত। এটি একটি প্ল্যাটফর্ম যা সৃজনশীলতা এবং সম্প্রদায়কে সমৃদ্ধ করে, আমরা উদ্ভাবনীর এ স্বীকৃতিকে সমর্থন করতে পেরে আনন্দিত।’

ডেইলি স্টারের চিফ বিজনেস অফিসার তাজদিন হাসান বলেন, ‘আমাদের বিনোদন প্রেক্ষাপটে ওটিটি প্ল্যাটফর্মের উত্থান সত্যিই অনবদ্য। ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস শুধু প্রতিষ্ঠিত শিল্পীদের অসাধারণ কাজ উদ্‌যাপন করতেই নয়, নতুন প্রতিভাবান শিল্পীদের উৎসাহিত করে আরও উচ্চতায় পৌঁছাতে। এ বছর আমাদের তৃতীয় সংস্করণ, এবং আমরা আত্মবিশ্বাসী যে এই শিল্প ভবিষ্যতে আরও নতুন উচ্চতায় পৌঁছাবে।’

সেরা ফিল্ড ফোর্সদের বিশেষ সম্মাননা দিল নগদ

ইনফরমেশন হেল্প ডেস্ক চালু করল ডিএসই

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকের চলাচল নজরদারি করবে এনবিআর

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

রেমিট্যান্স সংগ্রহে অভাবনীয় সাফল্য অর্জন জনতা ব্যাংকের

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামী ব্যাংক

২০ কোটি টাকার বেশি সব ঋণ ফের যাচাই করা হবে: গভর্নর

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর

সীমাবদ্ধতার মাঝেও সাফল্যের গল্প