হোম > অর্থনীতি

প্রিমিয়ার ব্যাংক গুলশান সার্কেল-২ শাখা নতুন ঠিকানায় স্থানান্তরিত

বিজ্ঞপ্তি

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির গুলশান সার্কেল-২ শাখা নতুন ঠিকানায় উদ্বোধন করা হয়েছে। ছবি: বিজ্ঞপ্তি

বৃহত্তর নতুন পরিসরে গ্রাহকদের সবচেয়ে আধুনিক এবং সর্বোত্তম সেবা প্রদানে সম্প্রতি দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির স্থানান্তরিত গুলশান সার্কেল-২ শাখা উদ্বোধন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু জাফর। এতে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দিন চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাসিম সেকান্দার, উপব্যবস্থাপনা পরিচালক এবং চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) সৈয়দ আবুল হাশেম, এফসিএ, এফসিএমএ, উপব্যবস্থাপনা পরিচালক এবং গুলশান সার্কেল-২ শাখার প্রধান নিয়ামত উদ্দিন আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক।

আরও উপস্থিত ছিলেন দিলকুশা শাখার প্রধান আবদুল কাইয়ুম চৌধুরী; ইভিপি ও ব্র্যান্ড মার্কেটিং ও কমিউনিকেশন বিভাগের প্রধান মো. তারেক উদ্দিন, মিথিলা টেক্সটাইলের চেয়ারম্যান আজহার খান, পূর্বাচল অ্যাপারেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ হোসেন, ডেনিম এক্সপার্ট লিমিটেডের পরিচালক মহিউদ্দিন রুবেলসহ ব্যাংকের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য অতিথিরা।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু জাফর বলেন, ‘টেকসই ব্যাংকিং ও আস্থা অর্জনের মাধ্যমে এগিয়ে যাচ্ছে প্রিমিয়ার ব্যাংক। আমরা গ্রাহকসেবা ও সন্তুষ্টি অর্জনের জন্য নিত্যনতুন প্রোডাক্ট চালুর মাধ্যমে মানুষের দোরগোড়ায় ব্যাংকিংসেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছি।’

উদ্বোধন হওয়া স্থানান্তরিত গুলশান সার্কেল-২ শাখা ঢাকার গুলশান অ্যাভিনিউ ১০৯ রোডের সিম্পল ট্রি জিএসআরের দ্বিতীয় তলায় পুরোদমে ব্যাংকিংসেবা চালু হয়েছে।

সেরা ফিল্ড ফোর্সদের বিশেষ সম্মাননা দিল নগদ

ইনফরমেশন হেল্প ডেস্ক চালু করল ডিএসই

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকের চলাচল নজরদারি করবে এনবিআর

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

রেমিট্যান্স সংগ্রহে অভাবনীয় সাফল্য অর্জন জনতা ব্যাংকের

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামী ব্যাংক

২০ কোটি টাকার বেশি সব ঋণ ফের যাচাই করা হবে: গভর্নর

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর

সীমাবদ্ধতার মাঝেও সাফল্যের গল্প