Ajker Patrika
হোম > অর্থনীতি

যুক্তরাষ্ট্রের তুলা আমদানিতে ভর্তুকি দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যুক্তরাষ্ট্রের তুলা আমদানিতে ভর্তুকি দাবি
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি বাড়াতে সরকার যে উদ্যোগ নিয়েছে, তা সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন শেল্‌টেক্ গ্রুপ ও এনভয় টেক্সটাইলের চেয়ারম্যান এবং বিজিএমইএর সাবেক সভাপতি কুতুবউদ্দিন আহমেদ। তবে তিনি মনে করেন, তুলার উচ্চমূল্যের কারণে এই উদ্যোগ বাস্তবে সফল করতে হলে নগদ ভর্তুকি বা প্রণোদনা দিতে হবে।

গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘ট্রাম্পের শুল্ক-পরবর্তী সময়ে বাংলাদেশের পোশাক খাতের নতুন কর্মপরিকল্পনা’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে কুতুবউদ্দিন এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ অ্যাপারেলস ইয়ুথ লিডারস অ্যাসোসিয়েশন (বায়লা)।

কুতুবউদ্দিন আহমেদ বলেন, যুক্তরাষ্ট্রের তুলার দাম প্রতি বেলে গড়ে ৪ সেন্ট বেশি, যা প্রায় ৫ টাকা ৪০ পয়সা। এই ব্যবধান বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ। তাই ভর্তুকি ছাড়া এ বাজারে প্রতিযোগিতা করা কঠিন। তিনি যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানির জন্য গুদাম নির্মাণের উদ্যোগকে ‘সতর্ক ও কার্যকর পদক্ষেপ’ বলে অভিহিত করেন।

ট্রাম্পের বাণিজ্যনীতি প্রসঙ্গে কুতুবউদ্দিন বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প উদ্ভট মানুষ। মাথায় যা আসে, তা-ই করছেন। তবে বাণিজ্য-সুনামি থাকবে না। যুক্তরাষ্ট্রের প্রতিটি দোকান খালি হয়ে যাবে। দেশটির এমন কোনো দোকান নেই, যেখানে চীনা পণ্য নেই।’

আলোচনায় আরও অংশ নেন বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ ও ফারুক হাসান, বিজিএমইএর প্রশাসক আনোয়ার হোসেন, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম এবং অনন্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শরিফ জহির। বায়লার সভাপতি আবরার এইচ সায়েম অনুষ্ঠানে সঞ্চালনা করেন।

একযোগে তিন আন্তর্জাতিক প্রদর্শনী ঢাকায়: ৮ মে শুরু হচ্ছে মেডিটেকস, হেলথ ট্যুরিজম ও ফুড অ্যান্ড অ্যাগ্রো ২০২৫

বিআরবি হসপিটালসের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন এবং সেবা সপ্তাহ উদ্বোধন

ঘর বাঁচাতে ইস্পাত আমদানিতে ১২ শতাংশ শুল্ক বসাচ্ছে ভারত

জাতীয় ন্যূনতম মজুরিসহ যেসব সুপারিশ করেছে শ্রম সংস্কার কমিশন

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিদ্যুতের কর ভর্তুকি বন্ধ করা জরুরি: সিপিডি

চীনা বিনিয়োগ হারাচ্ছে যুক্তরাষ্ট্র, তহবিল পাচ্ছে যুক্তরাজ্য-সৌদি আরব

ট্রাম্পের শুল্কে এখনো অস্থির বিশ্ববাজার, সোনার দামে নতুন রেকর্ড

ব্রিজ বিশ্বকাপে কোয়ালিফাই করল বাংলাদেশ

বাংলাদেশে ক্যাস্ট্রলের আফটারমার্কেট ডিস্ট্রিবিউটর হলো রক এনার্জি

বাণিজ্য চুক্তিতে যুক্তরাষ্ট্রকে সুবিধা দেবে যেসব দেশ, তাদের পাল্টা আঘাতের হুঁশিয়ারি চীনের