বিশেষ প্রতিনিধি, ঢাকা
আজ ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হবে। জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা দিবসটির এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘পর্যটন শান্তির সোপান’।
বিশ্ব পর্যটন দিবস পালন করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর-সংস্থা, ট্যুরিস্ট পুলিশ এবং অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠন নানা কর্মসূচি নিয়েছে। আজ শুক্রবার সকাল ৮টায় রাজধানীর আগারগাঁও পর্যটন ভবন থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হবে। সকাল ৯টায় পর্যটন ভবনের ‘শৈলপ্রপাত হলে’ দিবসের প্রতিপাদ্যের ওপর সেমিনার অনুষ্ঠিত হবে। পর্যটন করপোরেশনের হোটেল-মোটেল-রেস্তোরাঁগুলো এ উপলক্ষে বিশেষ ছাড় ঘোষণা করেছে।
পর্যটন দিবস উপলক্ষে ‘লাইভ কুকিং শো’ আয়োজন করেছে পর্যটন করপোরেশন। রাষ্ট্রীয় বিমান পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঘোষণা করেছে টিকিটের বিশেষ ছাড়। প্রতিটি জেলায় শিশুদের নিয়ে পর্যটনকেন্দ্রিক চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।