হোম > অর্থনীতি

কোনো কোম্পানি যাচ্ছে না জেড ক্যাটাগরিতে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২২টি কোম্পানিকে জেড ক্যাটাগরিতে স্থানান্তরের কারণে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছিল। সেই ভীতিকে পুঁজি করে আরও কিছু কোম্পানিকে জেড ক্যাটাগরিতে পাঠানো হচ্ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। এই নেতিবাচক প্রভাবে ধারাবাহিক পতন দেখা গেছে পুঁজিবাজারে। 

তবে এই মুহূর্তে নতুন কোনো কোম্পানিকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হচ্ছে না। এ রকম কোনো সিদ্ধান্তও নেয়নি নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বা স্টক এক্সচেঞ্জ। আর জেড ক্যাটাগরিতে পাঠাতে হলে নিয়ন্ত্রক সংস্থার অনুমতি লাগবে। ফলে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) চাইলেই কোনো কোম্পানিকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করতে পারবে না। বিএসইসি ও ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে। 

তবে এ বিষয়ে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক ড. এ টি এম তারিকুজ্জামান বলেন, বেশ কয়েকটি কোম্পানিকে ডিএসই জেড ক্যাটাগরিতে পাঠাচ্ছে বলে যে তথ্য ছড়ানো হচ্ছে, তা ভিত্তিহীন এবং গুজব। নতুন করে কোনো কোম্পানিকে জেড ক্যাটাগরিতে পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত হয়নি। এই মুহূর্তে জেড ক্যাটাগরিতে যাওয়ার মতো কোম্পানি নেই। তা ছাড়া কোনো কোম্পানিকে জেড ক্যাটাগরিতে পাঠাতে হলে কমিশনের অনুমতি লাগবে। তাই চাইলেও ডিএসই এই মুহূর্তে সরাসরি কোনো কোম্পানিকে জেডে স্থানান্তরিত করতে পারবে না। 
বিনিয়োগকারীদের ভিত্তিহীন তথ্য ও গুজবে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, যারা গুজব ছড়িয়েছে, তাদের শনাক্ত করতে কাজ করছে ডিএসই। চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

তৈরি পোশাক রপ্তানি: ইইউ-যুক্তরাষ্ট্রের বাইরে সম্ভাবনা জাপানে

এসএমই মেলায় ১৬ কোটি টাকার অর্ডার পেলেন উদ্যোক্তারা

আপেল, মাল্টা, কমলাসহ তাজা ফলের শুল্ক কমানোর সুপারিশ

নির্বাচনে ভোটার ও রাজনীতিবিদের নিরাপত্তা প্রশ্নের মুখে: দেবপ্রিয়

ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ-টিভি হস্তান্তর করল ওয়ালটন

ভারতের ওপর কেন ৫০ শতাংশ শুল্ক দিল মেক্সিকো, নয়াদিল্লির ক্ষতি কতটা

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

ঢাকা চেম্বারের সেমিনার: বিদেশে চিকিৎসার ব্যয় বছরে ৫ বিলিয়ন ডলার

বছরের বড় হাটে দুই কোটি বেচাকেনা, ঊর্ধ্বমুখী দাম

ক্রেডিট কার্ডের ব্যবহার: বিদেশে বাংলাদেশিদের খরচ বাড়ল এক মাসেই ৫১ কোটি