হোম > অর্থনীতি

সোমবার খুলছে ব্যাংক–পুঁজিবাজার–বিমা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তিন দিন পর সোমবার থেকে খুলছে দেশের ব্যাংকগুলো। আর ব্যাংকের সঙ্গে সমন্বয় রেখে কার্যক্রম চলবে দেশের পুঁজিবাজারে। পাশাপাশি বিমা অফিসগুলোও খুলছে সোমবার। 

এর আগে ৫ আগস্ট বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন, আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) পৃথকভাবে এ সংক্রান্ত নির্দেশনা জারি করে। এর পরিপ্রেক্ষিতে গত বুধবার এবং রোববার ব্যাংক বন্ধ থাকে। ফলে শুক্র ও শনিবারসহ টানা তিন দিন দেশে ব্যাংক বন্ধ থাকে।

কেন্দ্রীয় ব্যাংকের ওই নির্দেশনায় বলা হয়, মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে পরিপালনপূর্বক ব্যাংকিং কার্যক্রম চলবে। সেই সঙ্গে আগামী ৯ ও ১০ আগস্ট ব্যাংক লেনদেনের নতুন সময়সূচিও নির্ধারণ করে কেন্দ্রীয় ব্যাংক। এই দুই দিন ব্যাংক লেনদেন চলবে সকাল ১০টা হতে বিকেল ৩টা পর্যন্ত। তবে লেনদেন-পরবর্তী ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।
 
আর এ সময় পুঁজিবাজারে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত কার্যক্রম চলবে।

দেশে করোনাভাইরাসের বিস্তার রোধে সরকার গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত ১৪ দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করে। পরবর্তীতে এই বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে আগামী ১০ আগস্ট পর্যন্ত করা হয়।

ভরসার বিমায় হতাশার ছায়া

মিডিয়াকমের ব্যাডমিন্টন টুর্নামেন্টের শিরোপা পেল নিউজ ২৪

এনআরবি ব্যাংকের বার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংকের ‘বিজনেস পলিসি ও প্ল্যানিং কনফারেন্স’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন শুরু

ইবিএল প্রধান কার্যালয়ে ‘আর্থিক তথ্য প্রকাশ’ বিষয়ে কর্মশালা

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ‘পার্টনার্স টুগেদার’ সম্মেলন অনুষ্ঠিত

জুলস পাওয়ারের এমডি প্রয়াত নুহের লতিফকে বনানীতে সমাহিত

অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপ বিনা মূল্যে দেখা যাবে টফিতে

পর্দা নামল ২৩তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক প্রদর্শনীর

সেকশন