হোম > অর্থনীতি

চতুর্থবার সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স পুরস্কার পেল সোনালী লাইফ

অনলাইন ডেস্ক

বিমা খাতে বিশেষ অবদান রাখায় ধারাবাহিকভাবে চতুর্থবারের মতো সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৪ পেয়েছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স। আজ সোমবার (২৩ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২০ ডিসেম্বর ভারতের রাজধানী নয়া দিল্লিতে আয়োজিত অনুষ্ঠানে সোনালী লাইফের পক্ষ থেকে এ পুরস্কার গ্রহণ করেন কোম্পানির সহকারী ব্যবস্থাপনা পরিচালক সত্যজিৎ দাস গুপ্ত।

পুরস্কারের মধ্যে রয়েছে, সাসটেইনেবল ইন্স্যুরেন্স কোম্পানি অব দ্যা ইয়ার, বেস্ট ইন্স্যুরেন্স কোম্পানি ইন পাব লিক সেক্টর, বেস্ট ইউজ অব মোবাইল টেকনোলজি এবং বেস্ট ইউজ অব আই টি অ্যান্ড টেকনোলজি পুরস্কার।

এর আগে ২০২১ সালে ২টি, ২০২২-সালে চারটি এবং ২০২৩ সালে ৫টি ক্যাটাগরিতে সাউথ এশিয়া বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-এর সম্মাননা অর্জন করে সোনালী লাইফ। এ ছাড়া ২০২২ সালে সোনালী লাইফ অর্জন করে ‘সামিট, এক্সপো অ্যান্ড সি ওআই ই অ্যাওয়ার্ড-২০২২, আর টি ভি বিমা অ্যাওয়ার্ডসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক অ্যাওয়ার্ড অর্জন করে সোনালী লাইফ।

শুল্কযুদ্ধে ট্রাম্পের ইউ-টার্ন, সির সঙ্গে ফোনে আলাপের ঘোষণা

নীতির জট খুললেই দুয়ার খুলবে বিনিয়োগের

১৫ কোটি ডলার বিনিয়োগ করবে চীনের হান্ডা

ব্যাংক খাতে সুশাসন চায় আইএমএফ

৪ প্রতিষ্ঠান পেল ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড’

ট্রাম্পের শুল্ক স্থগিতের ঘোষণায় চাঙা যুক্তরাষ্ট্রের বাজার

ট্রান্সশিপমেন্ট বাতিলের পর আপাতত ভরসা ঢাকা ও সিলেট বিমানবন্দর

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল: বেনাপোল থেকে ফিরে এল ৪ ট্রাক রপ্তানি পণ্য

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল ইস্যুতে বাণিজ্য মন্ত্রণালয়ে জরুরি বৈঠক

চীন ছাড়া সব দেশের জন্য পাল্টা শুল্ক ৯০ দিন স্থগিত ঘোষণা করলেন ট্রাম্প