Ajker Patrika
হোম > অর্থনীতি

এফবিসিসিআই ও বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

অনলাইন ডেস্ক

এফবিসিসিআই ও বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) ও বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের মধ্যে ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে একটি দ্বিপক্ষীয় সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত শুক্রবার দুবাইয়ে বাংলাদেশি সর্ববৃহৎ কোম্পানি আল হারামাইন গ্রুপ অব কোম্পানিজের কনফারেন্স হলে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন ও বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সভাপতি ও আল হারামাইন গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ও এনআরবি ব্যাংকের চেয়ারম্যান জনাব মোহাম্মদ মাহতাবুর রহমান এই দ্বিপক্ষীয় চুক্তিতে স্বাক্ষর করেছেন। 

মোহাম্মদ মাহতাবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসআইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়েত-উল-ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে এফবিসিসিআইয়ের সভাপতি জনাব মো. জসিম উদ্দিন উপস্থিত ছিলেন। 

বিএসআইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়েত-উল-ইসলাম বলেন, দুবাইতে বসে পৃথিবীর সব জায়গায় সাশ্রয়ে ব্যবসা করা সম্ভব। তাই দুবাইতে ট্রেড সেন্টার প্রতিষ্ঠা করা অপরিহার্য।

এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন বলেন, বাংলাদেশের বিজনেস সেক্টরগুলোকে প্রমোট করতে যা যা করা দরকার এফবিসিসিআই সকল সহযোগিতা প্রদান করবে। 

অন্যদিকে, মাহতাবুর রহমান দুবাইতে ট্রেড সেন্টার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে বলেন, ট্রেড সেন্টার নির্মাণ করা হলে বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসা করা অনেক সহজ হবে। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের প্রতিনিধিদলসহ বিজনেস কাউন্সিলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব মো. আইয়ুব আলী বাবুল, জেনারেল সেক্রেটারি মো. সাইফুদ্দিন আহমেদ এবং ভাইস প্রেসিডেন্ট মো. রাজা মল্লিক প্রমুখ। 

মূল্যস্ফীতি নেমেছে এক অঙ্কে

২০০ কোটি ডলারের পাটপণ্য রপ্তানি করতে চায় সরকার

দুর্নীতির জালে বিএসইসির ৪ বিভাগ

বেক্সিমকোর শ্রমিক-কর্মচারীর পাওনা পরিশোধ শুরু রোববার

নিরবচ্ছিন্ন দানের জন্য ‘সদকাহ্ জারিয়াহ্’ অ্যাকাউন্ট চালু করলো প্রাইম ব্যাংক

অফুরন্ত অফারে ঈদ মানেই প্রিমিয়ার ব্যাংক

ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির জন্য ৩৫০ কোটি টাকার মূলধন উত্তোলন

‘পার্সিয়ান টেল’ থিমে সারা’র আকর্ষণীয় ঈদ আয়োজন!

নাসার চেয়ারম্যান নজরুলের বাড়ি-প্লট ক্রোক ও ৫৫ কোম্পানির শেয়ার অবরুদ্ধের নির্দেশ

‘বেস্ট ফিনটেক ইনোভেশন’ অ্যাওয়ার্ড পেল বিকাশ ও হুয়াওয়ে