হোম > অর্থনীতি

ডলার সংকটেও চট্টগ্রাম কাস্টমসে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি

আবু বকর ছিদ্দিক, চট্টগ্রাম

ডলার সংকটে নিয়ন্ত্রিত আমদানির মধ্যেও বাংলাদেশের সর্ববৃহৎ শুল্ক স্টেশন চট্টগ্রাম কাস্টম হাউসে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে। চোরাচালান বন্ধ, জালিয়াতি রোধসহ শুল্ক ফাঁকি রোধে নানামুখী উদ্যোগের কারণে প্রবৃদ্ধি হয়েছে বলে কর্মকর্তারা বলছেন।

কাস্টমস হাউসের তথ্যমতে, জুলাই-সেপ্টেম্বর সময়ে ১৬ হাজার ৪৮৪ দশমিক ৬৭ কোটি টাকা আয় হয়েছে। আগের বছরের একই সময়ে ১৫ হাজার ৩৮৪ দশমিক ৮৭ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছিল। অর্থাৎ আগের অর্থবছরের চেয়ে ১ হাজার ৯৯ দশমিক ৭৯ কোটি টাকা বা ৭ দশমিক ১৫ শতাংশ রাজস্ব বেশি আদায় হয়েছে।

তবে এই সময়ে লক্ষ্যমাত্রার চেয়ে ৭ দশমিক ৭৩ শতাংশ কম রাজস্ব আদায় হয়েছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে লক্ষ্যমাত্রা ছিল ১৭ হাজার ৮৬৬ কোটি টাকা।

চট্টগ্রাম কাস্টম হাউসের মুখপাত্র এবং উপকমিশনার ব্যারিস্টার মো. বদরুজ্জামান মুন্সি আজকের পত্রিকাকে বলেন, চোরাচালান বন্ধ, জালিয়াতি রোধসহ শুল্ক ফাঁকি রোধে নানামুখী উদ্যোগের কারণে রাজস্ব আদায় বেড়েছে। 

মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি, পণ্য রপ্তানি না করে অর্থ পাচার, শুল্ক ফাঁকি ও নানা অনৈতিক কাজে যুক্ত রয়েছে—এমন বেশ কিছু প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। 

বদরুজ্জামান আরও বলেন, ‘যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়ম এবং অর্থ পাচারের প্রমাণ পাওয়া গেছে, সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ 

চট্টগ্রাম কাস্টম হাউসে আমদানি-রপ্তানি পণ্য চালানে জালিয়াতি রোধে কাজ করছে অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসোর্স (এআইআর) ইউনিট। সন্দেহজনক চালান আটক করে পণ্যের কায়িক পরীক্ষা করে এই শাখা। জালিয়াতি ধরা পড়লে ফাঁকি দেওয়া রাজস্ব এবং জালিয়াতির জন্য জরিমানা আদায় করে এই শাখা। 

এআইআর শাখার তথ্যমতে, ২০২৩-২৪ অর্থবছরের প্রথম তিন মাসে অনিয়মের বিপরীতে জরিমানা আদায় হয়েছে ২৩ দশমিক ৪৪ কোটি টাকা। ১৪ দশমিক ৬৪ কোটি টাকা অনিয়মের বিপরীতে অতিরিক্ত রাজস্বসহ এই তিন মাসে ৩৮ দশমিক শূন্য ৮ কোটি আদায় করে এআইআর শাখা। 

২০২২-২৩ অর্থবছরের একই সময়ে জরিমানাসহ অতিরিক্ত রাজস্ব আদায় হয়েছিল ১৭ দশমিক ৬৮ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে ২০২২-২৩ অর্থবছরের প্রথম প্রান্তিকের তুলনায় অনিয়মের বিপরীতে রাজস্ব আয় বেড়েছে প্রায় ৫৪ শতাংশ।

সেরা ফিল্ড ফোর্সদের বিশেষ সম্মাননা দিল নগদ

ইনফরমেশন হেল্প ডেস্ক চালু করল ডিএসই

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকের চলাচল নজরদারি করবে এনবিআর

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

রেমিট্যান্স সংগ্রহে অভাবনীয় সাফল্য অর্জন জনতা ব্যাংকের

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামী ব্যাংক

২০ কোটি টাকার বেশি সব ঋণ ফের যাচাই করা হবে: গভর্নর

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর

সীমাবদ্ধতার মাঝেও সাফল্যের গল্প