হোম > অর্থনীতি

ডলার সংকটেও চট্টগ্রাম কাস্টমসে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি

আবু বকর ছিদ্দিক, চট্টগ্রাম

ডলার সংকটে নিয়ন্ত্রিত আমদানির মধ্যেও বাংলাদেশের সর্ববৃহৎ শুল্ক স্টেশন চট্টগ্রাম কাস্টম হাউসে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে। চোরাচালান বন্ধ, জালিয়াতি রোধসহ শুল্ক ফাঁকি রোধে নানামুখী উদ্যোগের কারণে প্রবৃদ্ধি হয়েছে বলে কর্মকর্তারা বলছেন।

কাস্টমস হাউসের তথ্যমতে, জুলাই-সেপ্টেম্বর সময়ে ১৬ হাজার ৪৮৪ দশমিক ৬৭ কোটি টাকা আয় হয়েছে। আগের বছরের একই সময়ে ১৫ হাজার ৩৮৪ দশমিক ৮৭ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছিল। অর্থাৎ আগের অর্থবছরের চেয়ে ১ হাজার ৯৯ দশমিক ৭৯ কোটি টাকা বা ৭ দশমিক ১৫ শতাংশ রাজস্ব বেশি আদায় হয়েছে।

তবে এই সময়ে লক্ষ্যমাত্রার চেয়ে ৭ দশমিক ৭৩ শতাংশ কম রাজস্ব আদায় হয়েছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে লক্ষ্যমাত্রা ছিল ১৭ হাজার ৮৬৬ কোটি টাকা।

চট্টগ্রাম কাস্টম হাউসের মুখপাত্র এবং উপকমিশনার ব্যারিস্টার মো. বদরুজ্জামান মুন্সি আজকের পত্রিকাকে বলেন, চোরাচালান বন্ধ, জালিয়াতি রোধসহ শুল্ক ফাঁকি রোধে নানামুখী উদ্যোগের কারণে রাজস্ব আদায় বেড়েছে। 

মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি, পণ্য রপ্তানি না করে অর্থ পাচার, শুল্ক ফাঁকি ও নানা অনৈতিক কাজে যুক্ত রয়েছে—এমন বেশ কিছু প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। 

বদরুজ্জামান আরও বলেন, ‘যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়ম এবং অর্থ পাচারের প্রমাণ পাওয়া গেছে, সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ 

চট্টগ্রাম কাস্টম হাউসে আমদানি-রপ্তানি পণ্য চালানে জালিয়াতি রোধে কাজ করছে অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসোর্স (এআইআর) ইউনিট। সন্দেহজনক চালান আটক করে পণ্যের কায়িক পরীক্ষা করে এই শাখা। জালিয়াতি ধরা পড়লে ফাঁকি দেওয়া রাজস্ব এবং জালিয়াতির জন্য জরিমানা আদায় করে এই শাখা। 

এআইআর শাখার তথ্যমতে, ২০২৩-২৪ অর্থবছরের প্রথম তিন মাসে অনিয়মের বিপরীতে জরিমানা আদায় হয়েছে ২৩ দশমিক ৪৪ কোটি টাকা। ১৪ দশমিক ৬৪ কোটি টাকা অনিয়মের বিপরীতে অতিরিক্ত রাজস্বসহ এই তিন মাসে ৩৮ দশমিক শূন্য ৮ কোটি আদায় করে এআইআর শাখা। 

২০২২-২৩ অর্থবছরের একই সময়ে জরিমানাসহ অতিরিক্ত রাজস্ব আদায় হয়েছিল ১৭ দশমিক ৬৮ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে ২০২২-২৩ অর্থবছরের প্রথম প্রান্তিকের তুলনায় অনিয়মের বিপরীতে রাজস্ব আয় বেড়েছে প্রায় ৫৪ শতাংশ।

১৫ বছরে শেয়ারবাজার সংকুচিত হয়েছে, অনেক পিছিয়েছে: ডিএসই চেয়ারম্যান

মূল্যস্ফীতিসহ পাঁচ ঝুঁকিতে বাংলাদেশ

নারীর প্রতি সহিংসতার অর্ধেকই অর্থনৈতিক

বিশ্ববাজারে বেড়েছে ডিজেলের দাম, রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞার ফল

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

মাস্টারিং কমপ্লায়েন্স: ইনসাইটস অ্যান্ড স্ট্যাটেজিস ফর সোর্সিং অ্যান্ড সেলস লিডার্স ইন রেস্পন্সিবল টেক্সটাইলস সেমিনার অনুষ্ঠিত

আরলা ফুডস বাংলাদেশ লিমিটেডের নতুন ৩ পণ্য লঞ্চ

২২ হাজার টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল মিয়ানমারের জাহাজ

পরবর্তী দুই অর্থবছরে ভারতের প্রবৃদ্ধি হবে ৬.২ শতাংশ হারে

সংকটে বাংলাদেশের অর্থনীতি, প্রবৃদ্ধি নামবে ৪.১ শতাংশে: বিশ্বব্যাংক

সেকশন