হোম > অর্থনীতি

বিমানের দুর্নীতির তথ্য ই–মেইলে জানাতে পারবেন কর্মীরা

রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুর্নীতির তথ্য জানাতে একটি হটলাইন ই–মেইল খোলা হয়েছে। এই ই–মেইলে বিমানের কর্মীরা বিমান সম্পর্কে তথ্যপ্রমাণসহ যে কোনো দুর্নীতি বা অনিয়মের বিষয়ে জানাতে পারবেন। ই–মেইলটি হচ্ছে— bimanbdaudit@gmail.com.

সম্প্রতি এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি সূত্র থেকে জানা গেছে, বিমানের অডিট ও ফিন্যান্স সংক্রান্ত উপ–কমিটির একটি বৈঠকে এ ধরনের হটলাইন ই–মেইল খোলার সিদ্ধান্ত নেওয়া হয় এবং এ সিদ্ধান্ত বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কর্তৃক অনুমোদিত হয়।

ইতিমধ্যে, এই বিষয়টি অবগত করে কর্মীদের একটি অফিস আদেশ দিয়েছে বিমান। এতে বলা হয়েছে, ‘এই ই–মেইলে মূলত দুইটি তথ্য পাঠানো যাবে। প্রথমটি হচ্ছে, বিমানের প্রকিউরমেন্ট প্রক্রিয়া, পেমেন্ট প্রক্রিয়া, রিক্রুটমেন্ট প্রক্রিয়া ইত্যাদি নিয়ে পরামর্শ। অপরটি হচ্ছে বিমানের দুর্নীতি নিয়ে তথ্য। বিমান সবাইকে নিজস্ব ই–মেইল দিয়ে এসব তথ্য জানাতে উৎসাহিত করেছে। প্রত্যেক তথ্যদাতার নাম–পরিচয় গোপন রাখা হবে। তবে কেউ যদি উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা তথ্য দেয়, সে ক্ষেত্রে তাদের বিরুদ্ধে বিমান ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করবে।’

হটলাইন ই–মেইলটি কেবলমাত্র ৩ জন ব্যক্তি খুলতে পারবেন। তারা হচ্ছেন বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আবদুল মুয়ীদ চৌধুরী, বিমানের অডিট ও ফাইন্যান্স বিষয়ক উপ–কমিটির আহ্বায়ক আলী আশফাক এবং উপ–কমিটির সদস্য সেলিফ আর এফ হোসেন।

সেরা ফিল্ড ফোর্সদের বিশেষ সম্মাননা দিল নগদ

ইনফরমেশন হেল্প ডেস্ক চালু করল ডিএসই

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকের চলাচল নজরদারি করবে এনবিআর

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

রেমিট্যান্স সংগ্রহে অভাবনীয় সাফল্য অর্জন জনতা ব্যাংকের

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামী ব্যাংক

২০ কোটি টাকার বেশি সব ঋণ ফের যাচাই করা হবে: গভর্নর

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর

সীমাবদ্ধতার মাঝেও সাফল্যের গল্প