হোম > অর্থনীতি

চিকিৎসক-আইনজীবীরা কত ফি নেন, হিসাব নেবে সরকার

অনলাইন ডেস্ক

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ফাইল ছবি

চিকিৎসক ও আইনজীবীদের আদায়কৃত অর্থের (ফি বা ভিজিট) হিসাব সংরক্ষণ করতে চায় সরকার। আজ সোমবার সকালে জেলা প্রশাসক সম্মেলন শেষে এমন ইঙ্গিত দেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

সালেহউদ্দিন বলেন, চিকিৎসকেরা রোগীদের কাছ থেকে যে টাকা আদায় করেন, তার কোনো রসিদ দেওয়া হয় না। তাঁদের আদায়কৃত অর্থ কীভাবে সংরক্ষণ করা যায়, তা নিয়ে জেলা প্রশাসক সম্মেলনে আলোচনা হয়েছে।

চিকিৎসকদের কাছ থেকে পাকা রসিদ আদায়ের কথা বলেছেন উপদেষ্টা। এ জন্য তাঁদের লেনদেন ডিজিটাল করা যায় কি না সে বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

চিকিৎসকেরা রোগীদের কাছ থেকে আদায়কৃত অর্থের যেমন রিসিট দেন না, আইনজীবীরাও মক্কেলদের এমন কিছু দেন না। এ প্রসঙ্গে সাংবাদিকেরা জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘হ্যাঁ, আইনজীবীদের বিষয়টিও আলোচনায় এসেছে।’

চিকিৎসক ও আইনজীবী যাঁরা নগদ অর্থের বিনিময় সেবা দিয়ে থাকেন, তাঁদের কাছ থেকে কীভাবে কর আদায় করা যায়, সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা।

ভোজ্যতেলের দাম অমীমাংসিত রেখেই সমাপ্ত বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠক

এখন থেকে ‘মাই এমিরেটস পাস’ দিয়ে আকর্ষণীয় মূল্যছাড় পাবেন বছরজুড়ে

মার্কিন শুল্কনীতি মোকাবিলায় ৬ পদক্ষেপ নেবে সরকার

দেশের বাজারে অত্যাধুনিক প্রযুক্তির সি৩২ ইলেকট্রিক বাইক আনল রিভো

অস্থির মার্কিন বাজার, জনগণকে শক্ত থাকতে বললেন ট্রাম্প

চার বছর ধরে বন্ধ আমদানি

পাহাড়ি জনপদে এক নতুন সম্ভাবনা

বাজারে ভোগ্যপণ্যের রেকর্ড সরবরাহ

৮ গ্রুপের পাচার করা অর্থ ফেরাতে উদ্যোগ

৩০টির বেশি মার্কিন পণ্যের আমদানি শুল্ক পর্যালোচনার উদ্যোগ