Ajker Patrika
হোম > অর্থনীতি

৬৭ হাজার টন কাঁচা মরিচ ও টমেটো আমদানির অনুমতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

৬৭ হাজার টন কাঁচা মরিচ ও টমেটো আমদানির অনুমতি

বাজারে কাঁচা মরিচের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় আমদানির অনুমোদন (আইপি) দিয়েছে কৃষি মন্ত্রণালয়। একই সঙ্গে টমেটো আমদানিরও অনুমোদন দেওয়া হয়েছে। 

আজ রোববার কৃষি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম খান পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। 

কৃষি মন্ত্রণালয় জানায়, আজ সকাল থেকে ৩০টি প্রতিষ্ঠানকে ১১ হাজার ৬০০ টন কাঁচা মরিচ এবং ৬৮টি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার ৬০০ টন টমেটো আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজার তদারকির প্রতিবেদন অনুযায়ী, আজ রাজধানীর বিভিন্ন বাজারে ভোক্তা পর্যায়ে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছে ২৪০ থেকে ৩০০ টাকায়। যা এক মাস আগে ছিল ৮০-১৬০ টাকা। এ সময়ের ব্যবধানে কেজিপ্রতি দাম বেড়েছে ১২৫ শতাংশ। 

এদিকে লাফিয়ে বেড়ে চলা পেঁয়াজের দামে লাগাম টানতে আমদানির সুযোগ করে দিয়েছে সরকার। ১৯ জুন পর্যন্ত ১৫ দিনে বিপুল পরিমাণ ভারতীয় পেঁয়াজ আমদানি হয়েছে। কিন্তু খুচরা বাজারে এর কোনো প্রভাব পড়েনি। অনেক বাজারেই ভালো মানের এক কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকায়। আমদানি করা পেঁয়াজের দাম কম হলেও সেটি সব বাজারে মিলছে না।

টানা তিন অর্থবছরে চীনের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৫ শতাংশ

ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা

ব্যাংক খাতের প্রভিশন ঘাটতিতে রেকর্ড

১৫ রমজানের মধ্যে প্রণোদনার টাকা চায় বিকেএমইএ

প্রাভা হেলথের নতুন সিইও হিসেবে নিযুক্ত হলেন মোহাম্মদ আব্দুল মতিন ইমন

অর্থবছরের ৮ মাসে রপ্তানি প্রবৃদ্ধি সাড়ে ১০ শতাংশ

নগদ লেনদেনের শর্ত বাতিল দাবি

এবি ব্যাংকের ‘গ্রাহক সম্মাননা’ অনুষ্ঠান আয়োজন

ব্যাংকের নগদ জমা সংরক্ষণ কমে ৩ শতাংশ

ইউসিবির আর্থিক সাক্ষরতা দিবস-২০২৫ উদ্‌যাপন