হোম > অর্থনীতি

বাজারে ‘নজরদারি বাড়াতে’ বললেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ঢাকা

দেশে এক যুগের মধ্যে মূল্যস্ফীতি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এই অবস্থায় সকলকে ব্যয়ে সংযমী হতে এবং সংশ্লিষ্টদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে নজরদারি বাড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন।

আজ মঙ্গলবার শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর এ নির্দেশনার কথা তুলে ধরেন তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘গত আগস্টে দেশে মূল্যস্ফীতি ৯ দশমিক ৫২ শতাংশে উঠেছিল, সেপ্টেম্বরে তা কমে ৯ দশমিক ১ শতাংশে নেমেছে। একনেক সভায় আমরা প্রধানমন্ত্রীর কাছে দেশের অর্থনৈতিক পরিস্থিতি উপস্থাপন করেছি। প্রধানমন্ত্রী আগে থেকে এসব বিষয়ে অবগত। নিত্য পণ্যের বাজার যেন আর চড়া না হয়, সে জন্য বাজারে নজরদারি জোরদার করতে বলেছেন প্রধানমন্ত্রী।’

‘এটা নির্বাহীভাবে করা যায়, অথবা পলিসিতেও করা যায়। কেউ যেন কোথাও বেশি মজুতদারি না করতে পারে সেদিকেও নজর দিতে হবে। সামনের দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রধানমন্ত্রী সকলকে সঞ্চয়ের পরামর্শও দিয়েছেন; প্রকল্পের ক্ষেত্রে সাশ্রয়ী ও মিতব্যয়ী হতে বলেছেন।’

পরিকল্পনা কমিশনের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে যাচাই-বাছাইয়ের পর যেন প্রকল্প অনুমোদন দেয়া হয়, সে বিষয়ে প্রধানমন্ত্রী জোর দিয়েছেন বলে মন্ত্রী জানান। 

অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের ‘বাজারে নজরদারি জোরালো’ মন্তব্য করে মান্নান বলেন, খাদ্য সংকট মোকাবেলায় অভ্যন্তরীণ উৎপাদন বাড়াতে হবে। কৃষির উপর আরো জোর দিতে হবে। যেখানে যত অনাবাদি জমি আছে, সব জায়গায় কৃষি উৎপাদন করতে হবে। বৈদ্যুতিক উপকরণ, বীজ, সার-পানি-কীটনাশক এসব সরবরাহ বাড়ানো হবে।

সেরা ফিল্ড ফোর্সদের বিশেষ সম্মাননা দিল নগদ

ইনফরমেশন হেল্প ডেস্ক চালু করল ডিএসই

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকের চলাচল নজরদারি করবে এনবিআর

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

রেমিট্যান্স সংগ্রহে অভাবনীয় সাফল্য অর্জন জনতা ব্যাংকের

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামী ব্যাংক

২০ কোটি টাকার বেশি সব ঋণ ফের যাচাই করা হবে: গভর্নর

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর

সীমাবদ্ধতার মাঝেও সাফল্যের গল্প