Ajker Patrika
হোম > অর্থনীতি

রোজায় পণ্যের দাম সহনীয় রাখতে কাজ করছে এনবিআর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রোজায় পণ্যের দাম সহনীয় রাখতে কাজ করছে এনবিআর

আসন্ন রোজায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে আমদানি শুল্ক কমানোর ব্যাপারে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কাজ করছে বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৪ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এনবিআরের চেয়ারম্যান বলেন, ‘রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাতে আমদানি শুল্ক কমানোর প্রস্তাব আমরা পেয়েছি। সেটা নিয়ে কাজ করছি।’

এ সময় চট্টগ্রাম কাস্টম হাউসকে ঢেলে সাজানো প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘একটা সিস্টেম ডেভেলপ করা আছে। সেই অনুযায়ী আমরা কাজ করছি। কাস্টম হাউসের সক্ষমতা বাড়ানোর জন্য অবকাঠামো উন্নয়নে কাজ করছি।’

এনবিআর চেয়ারম্যান বলেন, এবার কাস্টমস দিবসের প্রতিপাদ্য ‘মিলে নবীন পুরোনো অংশীজন, কাস্টমস করবে লক্ষ্য অর্জন’। দিবসটি উপলক্ষে শুক্রবার এনবিআর ভবনে সেমিনার অনুষ্ঠিত হবে। যেখানে বাণিজ্যে বিশেষ অবদান রাখা প্রতিষ্ঠান ও এনবিআর কর্মকর্তাকে ‘ডব্লিউ সার্টিফিকেট অব মেরিট-২০২৪’ দেওয়া হবে।

উল্লেখ্য, বাজারে চিনি, সয়াবিন তেল ও ছোলার দাম বেড়েছে। রোজার মাস না আসতেই বাড়তি দামে বিক্রি হচ্ছে এসব পণ্য। এমন পরিস্থিতিতে গত সোমবার ভোজ্যতেল, চিনি ও খেজুরের ওপর শুল্ককর ছাড় দিতে এনবিআরকে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এসব পণ্যের আমদানি শুল্ক ও কর কমলে ভোক্তা পর্যায়ে পণ্য তিনটির দাম কমতে পারে।

পাটজাত পণ্যের বহুমুখীকরণে ৩১ কোটি টাকার প্রকল্প

এসডিজি সংলাপ: কাঠামোগত বৈষম্য এখনো অটুট

ভ্যাটের একক হার ১৫ শতাংশ চায় বিসিআই

ঈশ্বরদীর বেনারসি শিল্পে ফিরে আসছে প্রাণ

মন্ত্রণালয় থেকে জনবল চেয়ে ভাবমূর্তির সংকটে বিএসইসি

সিগারেটের সর্বনিম্ন দাম ৯ টাকা করার দাবি

২৩ মার্চের মধ্যেই ব্যাংকারদের বেতন পরিশোধের নির্দেশ

বিআইডিএসের নতুন মহাপরিচালক এ কে এনামুল হক

১৯ দিনে রেমিট্যান্স এল ২২৫ কোটি ডলার

করমুক্ত আয়সীমা পাঁচ লাখ টাকা করার সুপারিশ বিসিআইর