হোম > অর্থনীতি

চা-শ্রমিকদের মজুরি দ্বিগুণের দাবি

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

শ্রমিকদের কাজের জন্য ন্যায্য মজুরি দিতে হবে। বিশেষ করে চা-বাগান শ্রমিকদের মজুরি বাড়ানোর সময় এসে গেছে। এটা নিয়ে কোনো টালবাহানা করা চলবে না। কোনো ইস্যু দেখিয়ে মজুরি বাড়ানো ঠেকানো যাবে না। চা-বাগানের শ্রমিকেরা এখনো দৈনিক ১৭০ টাকা মজুরি পান।

এই টাকা দিয়ে জীবন চলে না। এত কম বেতন একটি স্বাধীন দেশের নাগরিক পান, এটা লজ্জার বিষয়। কোনো অজুহাত না দেখিয়ে চা-শ্রমিকদের বেতন অবিলম্বে দ্বিগুণ করতে হবে। তাঁদের বাসস্থান, গ্র্যাচুইটি এবং নৈমিত্তিক ছুটি নিশ্চিত করতে শ্রম আইন সংশোধন করা জরুরি হয়ে পড়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সলিডারিটি সেন্টার আয়োজিত ‘চা-শিল্পের শ্রমিকদের জন্য প্রয়োজনীয় আইনি সংস্কার’ শীর্ষক সভায় এসব কথা বলেন বক্তারা।

সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার বলেন, চা-শ্রমিকেরা ২০০ বছর ধরে বঞ্চিত। তাঁদের থাকার ব্যবস্থা নেই। তাঁদের চাকরি স্থায়ী হয় না। এখনো মাত্র দৈনিক হাজিরা ভিত্তিতে ১৭০ টাকা পান চা-শ্রমিকেরা। এই টাকা দিয়ে কী হয়? তাঁরা মানবেতর জীবন যাপন করছেন। আর বিলম্ব করা যাবে না। কমপক্ষে দ্বিগুণ করতে হবে মজুরি।

মূল প্রবন্ধে মো. হাবিবুর রহমান বলেন, চা-শ্রমিকদের জন্য গ্র্যাচুইটি নিশ্চিত করতে শ্রম আইনের ২৮ ধারা, নৈমিত্তিক ছুটির বিধানে ১১৫ ধারা, মজুরিসহ বার্ষিক ছুটি নিশ্চিতে ১১৭ ধারা, চা-শ্রমিকদের বাসস্থান নিশ্চিতে উচ্ছেদসংক্রান্ত ৩২ ধারা সংশোধন করতে হবে। তবে এসব প্রস্তাবের সঙ্গে দ্বিমত পোষণ করে বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের শ্রম কমিটির আহ্বায়ক তাহসিন আহমেদ চৌধুরী বলেন, চা উৎপাদনে খরচ আগের চেয়ে দ্বিগুণ হয়েছে। শ্রমিকদের গ্র্যাচুইটি প্রদান করলে সামাজিক বিশৃঙ্খলা তৈরি হবে। আর স্থায়ী বাসস্থানের বিষয়টি সরকারকেই উদ্যোগ নিতে হবে।

সেরা ফিল্ড ফোর্সদের বিশেষ সম্মাননা দিল নগদ

ইনফরমেশন হেল্প ডেস্ক চালু করল ডিএসই

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকের চলাচল নজরদারি করবে এনবিআর

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

রেমিট্যান্স সংগ্রহে অভাবনীয় সাফল্য অর্জন জনতা ব্যাংকের

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামী ব্যাংক

২০ কোটি টাকার বেশি সব ঋণ ফের যাচাই করা হবে: গভর্নর

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর

সীমাবদ্ধতার মাঝেও সাফল্যের গল্প