হোম > অর্থনীতি

দেড় মাসে ৫০ লাখ গার্মেন্টসকর্মী টিকা পাবেন

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

তৈরি পোশাক শিল্পের কর্মীদের টিকা দিতে সরকার এবং কারখানার মালিকেরা একত্রে কাজ করছেন। দেড় মাসের মধ্যে তৈরি পোশাক শিল্পের ৫০ লাখ কর্মীকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। 

যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসে বহুজাতিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্টের ভাইস প্রেসিডেন্ট পল ডাকের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে জানানো হয়, ‘ম্যাজিক লাস ভেগাস ২০২১’ বাণিজ্য মেলায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। লাস ভেগাসে যাওয়ার আগে ওয়াশিংটনে স্বল্প সময়ের জন্য বিরতি দেন তিনি। সেখানে বাণিজ্য নিয়ে একটি গোলটেবিল বৈঠকেও অংশ নেন। বৈঠকে তিনি ওয়ালমার্টের ভাইস প্রেসিডেন্টকে জানান যে, মহামারিকে কেন্দ্র করে শ্রমিকদের সুরক্ষার বিষয়ে কারখানাগুলোকে সাজাতে কাজ করে যাচ্ছে সরকার। আগামী ৬ মাসের মধ্যে বাংলাদেশের মোট জনসংখ্যার ৬০ শতাংশকে করোনার টিকার আওতায় আনা হবে। বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হচ্ছে শ্রমিকদের টিকা দেওয়া। 

এ সময় ওয়ালমার্টের ভাইস প্রেসিডেন্ট বাণিজ্যমন্ত্রীকে জানান, যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে বিদেশ থেকে পণ্য খুঁজতে ও আনতে প্রস্তুত তাঁর প্রতিষ্ঠান। বাণিজ্যমন্ত্রী তাঁকে তৈরি পোশাকের বাইরে চামড়াজাত পণ্য, ওষুধ, হালকা প্রকৌশল পণ্য, সাইকেল এবং প্লাস্টিক পণ্য বাংলাদেশ থেকে কেনার আহ্বান জানান।। 

বৈঠকে বাংলাদেশ চিংড়ি এবং মৎস্য ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ মাহমুদুল হক যুক্তরাষ্ট্রের বাজারের জন্য উন্নত মানের চিংড়ি উৎপাদনের কথা জানান। এ পণ্য বৈশ্বিক খাদ্য নিরাপত্তার সব ধরনের পরীক্ষণ উত্তরণে প্রস্তুত বলেও জানান তিনি। চিংড়ি উৎপাদকদের সংগঠন এবং বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে একত্রে কাজ করবে বলেও উল্লেখ করেন তিনি।

বৈঠকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহিদুল ইসলামসহ বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং মার্কিন শীর্ষ ব্যবসায়িক প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইস্টার্ন ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড অনুমোদন

আইএমইডির নভেম্বর মাসের প্রতিবেদন: এডিপি বাস্তবায়নে বড় ধাক্কা

ডলারের বিপরীতে রুপির আরও দরপতন

যুক্তরাষ্ট্রে ব্যাংকিং লাইসেন্সের আবেদন করল পেপ্যাল

সোনার দাম ভরিতে ১৪৭০ টাকা বাড়ল

শেভরনের সহায়তায় সিলেটে ৬০ প্রতিবন্ধী ব্যক্তির স্বাভাবিক জীবনে ফেরা

আরও ১৪ কোটি ১৫ লাখ ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

দিনে ১৭২৫০ টন পেঁয়াজ আমদানির অনুমতি দিল সরকার

ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার

এখন থেকে মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে নগদে