অনলাইন ডেস্ক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষে সোনালী ব্যাংক লিমিটেডের উদ্যোগে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার প্রধান কার্যালয়ের সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী।
সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মুরশেদুল কবীর, নিরঞ্জন চন্দ্র দেবনাথ, মো. মজিবর রহমান, সঞ্চিয়া বিনতে আলী, মো. কামরুজ্জামান খানসহ প্রধান কার্যালয়ের সব জেনারেল ম্যানেজার ও ডেপুটি জেনারেল ম্যানেজার। এ ছাড়া ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ ও মাঠ পর্যায়ের সব জেনারেল ম্যানেজারস অফিস, প্রিন্সিপাল অফিসসহ সব শাখার ম্যানেজাররা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা সভায় অংশগ্রহণ করেন।