নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ধারাবাহিক পতনের মধ্য দিয়ে আবারও ১৯ বিলিয়নের ঘরে নেমেছে রিজার্ভ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরামর্শে বিপিএম-৬ অনুযায়ী গতকাল বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়িয়েছে ১৯.৮৯ বিলিয়ন ডলারে। একই দিনে মোট রিজার্ভের পরিমাণ ২৫.৩০ বিলিয়ন ডলার। গত বছরের একই সময়ে মোট রিজার্ভ ছিল ৩১.১৮ বিলিয়ন। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, ৮ এপ্রিল (ঈদের আগে) বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২০. ১১ বিলিয়ন ডলার। সেদিন মোট রিজার্ভের পরিমাণ ছিল ২৫.৩৯ বিলিয়ন ডলার। সেই হিসেবে গত ১১ দিনে বিপিএম-৬-এর রিজার্ভ কমেছে ২১১ মিলিয়ন বা ২ কোটি ১১ লাখ ডলার।
২০২৩-২৪ অর্থবছরের শুরুতে গ্রস রিজার্ভ ছিল ২৯.৭৩ বিলিয়ন ডলার আর বিপিএম-৬ অনুযায়ী ছিল ২৩.৩৭ বিলিয়ন ডলার। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের ব্যবহারযোগ্য প্রকৃত রিজার্ভ এখন ১৫ বিলিয়ন ডলারের ঘরে।