হোম > অর্থনীতি

সঞ্চয়পত্রে প্রথমবারের মতো বাজারভিত্তিক সুদ হার নির্ধারণ

অনলাইন ডেস্ক

প্রতীকী ছবি

দেশে প্রথমবারের মতো বাজারে প্রচলিত (মার্কেট রেট) সুদ হারের সঙ্গে সামঞ্জস্য রেখে ৫টি জাতীয় সঞ্চয় স্কিমের জানুয়ারি–জুন মেয়াদে মুনাফার হার পুনর্নির্ধারণ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) থেকে আজ বুধবার এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ১ জানুয়ারি থেকেই এটি কার্যকর বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বাজারভিত্তিক সুদহারের কারণে সঞ্চয় প্রবণতা বাড়বে এবং প্রান্তিক জনগোষ্ঠী উপকৃত হবে বলে মনে করছে আইআরডি। অন্যদিকে এর ফলে বাজেটে সুদ ব্যয়ের চাপ বাড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদেরা।

এ বিষয়ে বিশ্বব্যাংকের সাবেক লিড ইকোনমিস্ট ড. জাহিদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, সঞ্চয়পত্রের সুদের হার বাড়ার কারণে এটি আকর্ষণীয় হয়ে উঠবে। তবে এতে সরকারি বাজেটে সুদের ব্যয় বাড়ে। সেই চাপটা বাড়াবে। এ ছাড়াও সঞ্চয়পত্র আকর্ষণীয় হয়ে ওঠার কারণে বিক্রি বাড়বে। আইএমএফের একটা শর্ত রয়েছে, সঞ্চয়পত্রের মাধ্যমে সরকারের ঋণের পরিমাণ একটি বছরে অভ্যন্তরীণ ঋণের ৪ ভাগের ১ ভাগের বেশি হতে পারবে না। সেটিও সরকারকে খেয়াল রাখতে হবে।

তথ্যমতে, জাতীয় সঞ্চয় স্কিমের অধীনে পাঁচ বছর মেয়াদি সঞ্চয়পত্র, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র এবং ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদি হিসাবের সুদের হার পুনর্নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ৫ বছর ও ২ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদের হারের সঙ্গে সংগতি রেখে ওই ৫টি সঞ্চয় স্কিমের সুদের হার বছরে দুইবার পুনর্নির্ধারণ করা হবে। বিনিয়োগকারী ইস্যুকালীন বিদ্যমান মুনাফার হার, বিনিয়োগকালের পূর্ণ মেয়াদের জন্য প্রাপ্য হবেন। অর্থাৎ, ইস্যু করার সময় যেই মুনাফার হার ছিল, পুরো মেয়াদে একই হারে মুনাফা পেতে থাকবেন বিনিয়োগকারী।

অপেক্ষাকৃত সুবিধাবঞ্চিত শ্রেণিকে সমতা প্রদানের উদ্দেশ্যে জাতীয় সঞ্চয় স্কিমের বিনিয়োগকারীদের পূর্বের তিনটি ধাপের পরিবর্তে নতুন দুটি ধাপে (সাড়ে ৭ লাখ টাকা ও এর নিম্নে এবং সাড়ে ৭ লাখ টাকার ঊর্ধ্বে) ভাগ করা হয়েছে। এ ছাড়া আগের মতো বিনিয়োগের মেয়াদপূর্তির আগে নগদায়নের ক্ষেত্রে বছরভিত্তিক হারে মুনাফা পাওয়া যাবে।

মেয়াদপূর্তির আগে ৫ বছর মেয়াদি সঞ্চয়পত্র নগদায়ন করলে সাড়ে ৭ লাখ টাকা ও এর নিচের বিনিয়োগের ক্ষেত্রে ৫ বছরে মুনাফার হার হবে যথাক্রমে প্রথম বছরে ১০ দশমিক ১৩, দ্বিতীয় বছরে ১০ দশমিক ৬৪ শতাংশ। এরপর ১১ দশমিক ১৯,১১ দশমিক ৭৮ এবং পঞ্চম বছরে ১২ দশমিক ৪০ শতাংশ।

একই সঞ্চয়পত্রের ক্ষেত্রে মেয়াদ পূর্তির আগে সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে ৫ বছরের সুদের হার হবে যথাক্রমে ১০ দশমিক ১১,১০ দশমিক ৬২,১১ দশমিক ১৭,১১ দশমিক ৭৫ এবং ১২ দশমিক ৩৭ শতাংশ।

মেয়াদ পূর্তির আগে নগদায়ন করলে ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকা ও এর নিচের বিনিয়োগের ক্ষেত্রে ৩ বছরে সুদের হার হবে যথাক্রমে ১১ দশমিক ০৪,১১ দশমিক ৬৫ এবং ১২ দশমিক ৩০ শতাংশ।

অন্যদিকে এই সঞ্চয়পত্রের সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে সুদের হার হবে যথাক্রমে ১১ শতাংশ, ১১ দশমিক ৬১ শতাংশ ও ১২ দশমিক ২৫ শতাংশ।

পেনশনার স্কিমে সাড়ে ৭ লাখ টাকা ও এর নিচের বিনিয়োগের ক্ষেত্রে ৫ বছরের সুদের হার যথাক্রমে ১০ দশমিক ২৩,১০ দশমিক ৭৫,১১ দশমিক ৩১,১১ দশমিক ৯১ এবং ১২ দশমিক ৫৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

আর সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে এই সুদের হার হবে ১০ দশমিক ১১ শতাংশ, ১০ দশমিক ৬২ শতাংশ, ১১ দশমিক ১৭ শতাংশ, ১১ দশমিক ৭৫ এবং ১২ দশমিক ৩৭ শতাংশ।

পরিবার সঞ্চয়পত্রের ক্ষেত্রে সাড়ে ৭ লাখ ও এর নিচের বিনিয়োগের ক্ষেত্রে প্রতি বছরে সুদের হার যথাক্রমে ১০ দশমিক ২০,১০ দশমিক ৭২,১১ দশমিক ২৮,১১ দশমিক ৮৭ এবং ১২ দশমিক ৫০ শতাংশ। আর সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে মেয়াদপূর্তির আগে নবায়ন করলে সুদের হার হবে যথাক্রমে ১০ দশমিক ১১,১০ দশমিক ৬২,১১ দশমিক ১৭,১১ দশমিক ৭৫ এবং ১২ দশমিক ৩৭ শতাংশ।

ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদি হিসাবের ক্ষেত্রে মেয়াদ পূর্তির আগেই নগদায়ন করলে তিন বছরে সাড়ে ৭ লাখ টাকা ও এর নিচের বিনিয়োগের ক্ষেত্রে সুদের হার যথাক্রমে ১১ দশমিক ০৪,১১ দশমিক ৬৫ এবং ১২ দশমিক ৩০ শতাংশ। আর সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে সুদের হার হবে ১১,১১ দশমিক ৬১ এবং ১২ দশমিক ২৫ শতাংশ।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগ মনে করছে, মুনাফার হার পুনর্নির্ধারণ সংক্রান্ত এ সিদ্ধান্তের ফলে দেশের প্রান্তিক বিনিয়োগকারীরা উপকৃত হবেন। জাতীয় সঞ্চয় স্কিমে বিনিয়োগ করতে আগ্রহী হবেন।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রত্যাশা, জাতীয় সঞ্চয় স্কিমের মাধ্যমে নারী, অবসরপ্রাপ্ত চাকরিজীবী, পেনশনার বয়োজ্যেষ্ঠ নাগরিক ও শারীরিক প্রতিবন্ধীদের বিনিয়োগের মাধ্যমে আর্থিক ও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনার সুযোগ রয়েছে। সঞ্চয় স্কিম সংক্রান্ত এ সিদ্ধান্তের ফলে সেই উদ্দেশ্য অধিক কার্যকর হবে।

নীতির জট খুললেই দুয়ার খুলবে বিনিয়োগের

১৫ কোটি ডলার বিনিয়োগ করবে চীনের হান্ডা

ব্যাংক খাতে সুশাসন চায় আইএমএফ

৪ প্রতিষ্ঠান পেল ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড’

ট্রাম্পের শুল্ক স্থগিতের ঘোষণায় চাঙা যুক্তরাষ্ট্রের বাজার

ট্রান্সশিপমেন্ট বাতিলের পর আপাতত ভরসা ঢাকা ও সিলেট বিমানবন্দর

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল: বেনাপোল থেকে ফিরে এল ৪ ট্রাক রপ্তানি পণ্য

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল ইস্যুতে বাণিজ্য মন্ত্রণালয়ে জরুরি বৈঠক

চীন ছাড়া সব দেশের জন্য পাল্টা শুল্ক ৯০ দিন স্থগিত ঘোষণা করলেন ট্রাম্প

ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল ভারতের তৈরি পোশাক ব্যবসায়ীদের চাপে