দেশের ভোজ্যতেল পরিশোধনকারী মিলমালিকেরা এবার ডিলারদের হুঁশিয়ারি দিয়েছেন। যেসব ডিলার বা পরিবেশক ভোজ্যতেল নিয়ে কারসাজি করেছেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সব মিলারকে নির্দেশ দিয়েছে পরিশোধনকারী সংগঠন বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।
সংগঠনের সচিব নুরুল ইসলাম মোল্লা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এই হুঁশিয়ারির কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনারি অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা সম্মিলিতভাবে এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে সম্প্রতি ভোজ্যতেলের সরবরাহ সংকট নিয়ে যদি তাঁদের ডিলার বা পরিবেশকদের সম্পৃক্ততা পাওয়া যায়, তা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।