হোম > অর্থনীতি

বেড়েছে সংস্কৃতি মন্ত্রণালয়ে বাজেট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২০২৪-২৫ অর্থবছরে বাজেট বরাদ্দ বেড়েছে সংস্কৃতি মন্ত্রণালয়ের। এই মন্ত্রণালয়ের জন্য বাজেট বরাদ্দ হয়েছে ৭৭৯ কোটি টাকা। যা গত বছর ছিল ৬৯৯ কোটি টাকা। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট অধিবেশনে এই ঘোষণা দেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

 ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করা হয়। এই বাজেটের আকার হচ্ছে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দ ৭৭৯ কোটি টাকা। যা শতাংশের হিসাবে শূন্য দশমিক ১০।

বিদায়ী ২০২৩-২৪ অর্থবছরে মোট বাজেটের দশমিক শূন্য ৯ শতাংশ (৬৯৯ কোটি টাকা) বরাদ্দ ছিল সংস্কৃতি খাতে।

বাজেট বরাদ্দের ক্ষেত্রে সংস্কৃতি খাতকে গুরুত্ব দেওয়া হচ্ছে না বলে অভিযোগ সংস্কৃতিকর্মীদের। বাজেট বরাদ্দের আগে এক সভায় বাজেটের এক শতাংশ সংস্কৃতি মন্ত্রণালয়ে বরাদ্দের আহ্বান জানান তারা।

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে একটি সেমিনারও হয়। সেখানে বলা হয়, সাম্প্রদায়িক ভেদ চিন্তা ক্রমান্বয়ে মানবিক ও সাংস্কৃতিক মূল্যবোধের অবক্ষয় ঘটিয়ে চলছে, সমাজ ও রাষ্ট্রে নেতিবাচক প্রবণতা মাথাচাড়া দিয়ে উঠছে। একদিকে উন্নয়নের নামে লুটপাট বাণিজ্য, অর্থ পাচার; অন্যদিকে পুঁজিবাদী অর্থনীতির গর্ভজাত ভোগবাদ, যৌনতা, সাম্প্রদায়িক সন্ত্রাস, মৌলবাদী গোষ্ঠীর তাণ্ডব জনজীবন বিপর্যস্ত করে তুলেছে। এর বিরুদ্ধে সাংস্কৃতিক গণজাগরণ এখন সময়ের প্রয়োজন। 

যাকে কেন্দ্র করেই উৎসারিত হবে নবীন চিত্রকলা, সংগীত, নাটক, কাব্য। কিন্তু তার জন্য সামাজিক-সাংস্কৃতিক, রাজনৈতিক-অর্থনৈতিক পরিবেশ সৃষ্টি করা জরুরি। সে ক্ষেত্রে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এবং সদিচ্ছাও একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। অর্থনৈতিক পরিবেশ সৃষ্টিতে বিগত কয়েক বছর ধরে দাবি উঠছে সংস্কৃতি খাতে জাতীয় বাজেটের ন্যূনতম ১ ভাগ বরাদ্দ দেওয়ার। কিন্তু তা ০.০৯ থেকে ০.১৬ ভাগের ওপরে ওঠেনি কোনোভাবে। 

তারা আরও জানান, প্রতিবছর জাতীয় বাজেটের আকার বাড়ছে, কিন্তু সংস্কৃতির কাঠামো-পরিকাঠামো বাড়ছে না।

এ বিষয়ে নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার বলেন, সংস্কৃতি খাতে ব্যয় কোন খাতে হবে সেগুলোও ভেবে দেখা দরকার। আর সংস্কৃতির প্রতি সরকারের আলাদা দৃষ্টি দেওয়া উচিত।

সেরা ফিল্ড ফোর্সদের বিশেষ সম্মাননা দিল নগদ

ইনফরমেশন হেল্প ডেস্ক চালু করল ডিএসই

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকের চলাচল নজরদারি করবে এনবিআর

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

রেমিট্যান্স সংগ্রহে অভাবনীয় সাফল্য অর্জন জনতা ব্যাংকের

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামী ব্যাংক

২০ কোটি টাকার বেশি সব ঋণ ফের যাচাই করা হবে: গভর্নর

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর

সীমাবদ্ধতার মাঝেও সাফল্যের গল্প