হোম > অর্থনীতি

আইনশৃঙ্খলা-অর্থনীতি দ্রুত পুনরুদ্ধার চায় ঢাকা চেম্বার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের পক্ষে ঢাকা শহরসহ দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অর্থনৈতিক ক্ষয়ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে অতিসত্বর আইনগতভাবে সিদ্ধ একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং ঘোষণার আহ্বান জানাচ্ছে ডিসিসিআই। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানাচ্ছে। গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা এবং প্রতিকূল পরিস্থিতিতে দেশব্যাপী আইনশৃঙ্খলা পুনঃস্থাপন এবং স্বাভাবিক অর্থনৈতিক কার্যক্রম সচল করার জন্য অতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ জরুরি বলে মনে করে ঢাকা চেম্বার।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে, দেশব্যাপী অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। এই ব্যাপক ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে অতিসত্বর যথাযথ পদক্ষেপ নেওয়ার মাধ্যমে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করার আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার। সাম্প্রতিক ঘটনাপ্রবাহ দেশের মানুষের জীবন-জীবিকা এবং অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছে। এ সময়ে যথাযথ পদক্ষেপ নেওয়া না হলে সাপ্লাই চেইন ব্যাহত হয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং জনদুর্ভোগ আরও বাড়বে বলে মনে করে।

ঢাকা চেম্বার মনে করে, দেশের বৃহত্তর স্বার্থে অতি দ্রুত পুরো দমে অর্থনৈতিক কার্যক্রম সচল করতে হবে। সাম্প্রতিক অস্থিরতায় দেশের অর্থনীতিতে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হিসেবে বিবেচিত বেসরকারি খাতকে দ্রুত এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান জরুরি। দেশের বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার দিকেই সংশ্লিষ্টদের সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে বলে অভিমত জ্ঞাপন করেন ডিসিসিআই। 

দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়াকে সহায়ক করার জন্য একটি উপযুক্ত পরিবেশ স্থাপন করতে হবে। একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ সৃষ্টির মাধ্যমে দেশে-বিদেশে ব্যবসায়িক আত্মবিশ্বাস এবং কার্যক্রম পুনঃপ্রতিষ্ঠা করতে সক্ষম হবে বলে জানিয়েছেন ঢাকা চেম্বার। শিগগিরই গঠিত হতে যাওয়া, অন্তর্বর্তীকালীন সরকার, বেসরকারি খাত, রাজনৈতিক দলগুলোসহ সংশ্লিষ্ট  স্টেক হোল্ডারদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে একটি শক্তিশালী এবং টেকসই অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়া শুরু করতে হবে, যার মাধ্যমে সম্প্রতি ঘটে যাওয়া ক্ষয়ক্ষতি অনেকাংশে লাঘব হবে বলে আশাবাদ ব্যক্ত করছে ডিসিসিআই।

ঢাকা চেম্বার দেশের সামগ্রিক উন্নতির স্বার্থে বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের নিমিত্তে সংশ্লিষ্ট সব মহলের সঙ্গে এমনকি পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে একসঙ্গে সমন্বিতভাবে কাজ করতে বদ্ধপরিকর।

সেরা ফিল্ড ফোর্সদের বিশেষ সম্মাননা দিল নগদ

ইনফরমেশন হেল্প ডেস্ক চালু করল ডিএসই

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকের চলাচল নজরদারি করবে এনবিআর

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

রেমিট্যান্স সংগ্রহে অভাবনীয় সাফল্য অর্জন জনতা ব্যাংকের

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামী ব্যাংক

২০ কোটি টাকার বেশি সব ঋণ ফের যাচাই করা হবে: গভর্নর

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর

সীমাবদ্ধতার মাঝেও সাফল্যের গল্প