হোম > অর্থনীতি

হামাস-ইসরায়েল যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে মারাত্মক আঘাত হানতে পারে: অজয় বঙ্গা

হামাস-ইসরায়েল যুদ্ধ বিশ্ব অর্থনীতির উন্নয়নে বড় আঘাত হানতে পারে বলে জানিয়েছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গা। আজ মঙ্গলবার সৌদি আরবে বিনিয়োগকারীদের সম্মেলনে তিনি এ বার্তা দেন। 

অজয় বঙ্গা বলেন, ‘সম্প্রতি ইসরায়েল ও গাজায় যা ঘটেছে, দিন শেষে আপনার ওপর এর প্রভাব রয়েছে। আমি মনে করি, অর্থনৈতিক উন্নয়নের ওপর প্রভাব আরও গুরুতর, আমরা খুবই বিপজ্জনক সন্ধিক্ষণে আছি।’ 

বিশ্বব্যাংক প্রেসিডেন্ট বার্ষিক ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভে এসব কথা বলেন, যাকে প্রায়ই ‘মরুভূমিতে দাভোস’ নামে ডাকা হয়। 

ইসরায়েলি কর্মকর্তাদের মতে, হামাস মুক্তিসেনারা ৭ অক্টোবর গাজা উপত্যকা থেকে ইসরায়েলে প্রবেশ করে এবং কমপক্ষে ১ হাজার ৪০০ জনকে হত্যা করে, যাদের বেশির ভাগই ছিল বেসামরিক। 

ইসরায়েলি কর্তৃপক্ষের সর্বশেষ হিসাব অনুসারে, হামাস সেনারা ২২২ জনকে জিম্মি করেছে। তাদের মধ্যে বয়স্ক মানুষ এবং ছোট শিশু রয়েছে। 

জিম্মিদের মধ্যে কয়েক ডজন দ্বৈত নাগরিক ও বিদেশি রয়েছে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গাজায় ইসরায়েলি বোমাবর্ষণে ৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে বেসামরিক নাগরিকই বেশি। 

সম্মেলনের আয়োজকেরা বলছেন, তিন দিনের এই অনুষ্ঠানের জন্য ৬ হাজারের বেশি প্রতিনিধি নিবন্ধন করেছেন। এতে বিশ্বের বিভিন্ন ব্যাংকের প্রধান এবং দক্ষিণ কোরিয়া, কেনিয়া এবং রুয়ান্ডার প্রেসিডেন্ট উপস্থিত থাকবেন।

সেরা ফিল্ড ফোর্সদের বিশেষ সম্মাননা দিল নগদ

ইনফরমেশন হেল্প ডেস্ক চালু করল ডিএসই

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকের চলাচল নজরদারি করবে এনবিআর

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

রেমিট্যান্স সংগ্রহে অভাবনীয় সাফল্য অর্জন জনতা ব্যাংকের

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামী ব্যাংক

২০ কোটি টাকার বেশি সব ঋণ ফের যাচাই করা হবে: গভর্নর

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর

সীমাবদ্ধতার মাঝেও সাফল্যের গল্প