অনলাইন ডেস্ক
করোনা মহামারির পর কাঁচা হিরার দাম কমেছে উল্লেখযোগ্য। মহামারির পর মানুষের আচরণের পরিবর্তন হয়েছে। মানুষ এখন বিলাস দ্রব্যে বিনিয়োগ করতে আগের চেয়ে কম আগ্রহী। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে।
জিমনিস্কি গ্লোবাল রাফ ডায়মন্ড ইনডেক্সের দেওয়া এক প্রতিবেদন অনুসারে, গত বছরের তুলনায় হিরার দাম এখন সর্বনিম্ন। ভোক্তাদের পরিবর্তিত পছন্দের সঙ্গে হিরার দামে সমন্বয় করা হয়েছে। ভোক্তারা হিরার মতো বিলাসদ্রব্যে বিনিয়োগ করার চেয়ে ভ্রমণ বা বাইরে খেতে যাওয়ার মতো অভিজ্ঞতায় বিনিয়োগ করার দিকে ঝুঁকেছেন।
হিরা বিশ্লেষক পল জিমনিস্কি বলেন, ‘মহামারির সময় ভ্রমণ বাবদ ব্যয় কম হওয়ায় ভোক্তাদের কাছে বাড়তি অর্থ জমা ছিল। অপ্রয়োজনীয় ক্রয়ের জন্য মানুষের কাছে উদ্ধৃত তহবিল ছিল।’
আরেক হিরা বিশ্লেষক ইদান গোলান সিএনএনকে বলেন, ‘হিরার বাজার সম্পূর্ণ ভোক্তাদের চাহিদার ওপর নির্ভর করে। ক্রেতাদের হিরার গয়নার চাহিদা কাঁচা হিরার দাম ও এর খুচরা দামের ওপর প্রভাব ফেলে। খুচরা বিক্রেতারা বিজ্ঞাপনে কয়েক কোটি টাকা ঢেলে ভোক্তাদের চাহিদা তৈরি করে।’
২০২১ এবং ২০২২ সালে টানা উচ্চমূল্যের রেকর্ড ধরে রাখার পর এ বছর কাঁচা হিরার দামে হ্রাস দেখা দিয়েছে। গত দুই বছর প্রাকৃতিক হিরার গয়নার চাহিদা ছিল সর্বোচ্চ।
তবে, কাঁচা হিরার দাম কমে যাওয়া মানে এ নয় ভোক্তারা তা কম দামে পাবেন। কারণ, স্বল্পমেয়াদি তারতম্যের ক্ষেত্রে কাঁচা হিরার বাজার অনুসারে খুচরা বাজারের দাম নির্ধারণ করা হয় না।
গোলান বলেন, ‘খুচরা বিক্রেতারা একটি নির্দিষ্ট দাম ঠিক করেন এবং অত্যন্ত কঠোরভাবে তাঁদের প্রান্তিক মুনাফা মেনে চলেন।’
শীতকালীন ছুটির সময় এবং ২০২৪ এর শুরুর দিকে হিরার খুচরা মূল্য বাড়তে পারে বলে আশা করা হচ্ছে। এ সময়টাতে বড়দিন এবং ভ্যালেনটাইনসহ বেশ কয়েকটি ছুটি থাকে।
বিশ্বের অন্যতম বৃহৎ হিরার প্রতিষ্ঠান দে বিয়ার্সের মুখপাত্র ডেভিড জনসন বলছেন, এ মূল্যবৃদ্ধি তুলনামূলক ছোট আকারেই হবে। বিশেষজ্ঞদের দৃষ্টি এখন যুক্তরাষ্ট্র ও অন্যান্য বৃহৎ বাজারের অর্থনৈতিক সূচকের দিকে।