হোম > অর্থনীতি

ডলারের সংকট: এবার চীনা ইউয়ানে লেনদেন শুরু করল বলিভিয়া    

দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া এবার ডলারের পরিবর্তে চীনা ইউয়ানে আমদানি ও রপ্তানির মূল্য পরিশোধ শুরু করেছে। এ বছরের মে থেকে জুলাইয়ের মধ্যে বলিভিয়া ২৭৮ মিলিয়ন চীনা ইউয়ান (৩৮ দশমিক ৭ মিলিয়ন ডলার) আর্থিক ক্রিয়াকলাপ পরিচালনা করেছে, যা বৈদেশিক বাণিজ্যের ১০ শতাংশ বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী মার্সেলো মন্টিনিগ্রো।

গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মার্সেলো মন্টিনিগ্রো বলেন, ‘আমরা ইউয়ান ব্যবহার শুরু করেছি। এটিই বাস্তবতা এবং ভালোই যাচ্ছে শুরুটা। কলা, দস্তা ও কাঠ উৎপাদনকারী রপ্তানিকারকেরা ইউয়ানে লেনদেন পরিচালনা করছে। সেই সঙ্গে যানবাহন এবং মূলধনী পণ্যের আমদানিকারকেরাও।

এই ইলেকট্রনিক লেনদেনগুলো রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাঙ্কো ইউনিয়নের মাধ্যমে সম্পন্ন হচ্ছে জানিয়ে মন্টিনিগ্রো আরও বলেন, ‘ইউয়ানে লেনদেনের পরিমাণ এখনো তুলনামূলকভাবে কম, তবে সময়ের সঙ্গে তা বাড়বে বলে আশা করছি।’

বৈদেশিক বাণিজ্যে ইউয়ান চালুর মাধ্যমে বলিভিয়া দক্ষিণ আমেরিকার অন্য দুটি দেশ ব্রাজিল এবং আর্জেন্টিনার সঙ্গে যোগ দিল, যারা আগেই ইউয়ান ব্যবহার শুরু করছে। তিনটি দেশ বামপন্থী বা বামপন্থী সরকার দ্বারা শাসিত। 

ওয়াশিংটনভিত্তিক আমেরিকানবিষয়ক সংলাপে এশিয়া ও ল্যাটিন আমেরিকা প্রোগ্রামের পরিচালক মার্গারেট মায়ার্স বলেছেন, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে ইউয়ানের ব্যবহার বাড়ছে। বিশেষ করে যে দেশগুলো চীনের সঙ্গে শক্তিশালী সম্পর্ক স্থাপন করতে চাইছে, তারা রাজনৈতিকভাবে শক্তিশালী হতে ডলারনির্ভরতা হ্রাস করছে।

বলিভিয়ায় ইউয়ানের ব্যবহার এমন এক সময়ে শুরু হলো, যখন এই অঞ্চলে চীনের প্রভাব বাড়ছে। ওয়াশিংটনভিত্তিক উইলসন সেন্টারের ল্যাটিন আমেরিকা প্রোগ্রামের পরিচালক বেঞ্জামিন গেডান বলেন, ল্যাটিন আমেরিকার মতো অঞ্চলে ডলারের প্রভাব হ্রাস নিয়ে ওয়াশিংটনের উদ্বেগ রয়েছে। আর্জেন্টিনাকে ঋণ দিয়ে দক্ষিণ আমেরিকায় চীনা ইউয়ান চালুর পর এবার বলিভিয়ায়ও শুরু হলো ইউয়ানের ব্যবহার। এটি আন্তর্জাতিক বাণিজ্যে ইউয়ানের ব্যবহার শুরুর বড় ইঙ্গিত।

সেরা ফিল্ড ফোর্সদের বিশেষ সম্মাননা দিল নগদ

ইনফরমেশন হেল্প ডেস্ক চালু করল ডিএসই

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকের চলাচল নজরদারি করবে এনবিআর

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

রেমিট্যান্স সংগ্রহে অভাবনীয় সাফল্য অর্জন জনতা ব্যাংকের

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামী ব্যাংক

২০ কোটি টাকার বেশি সব ঋণ ফের যাচাই করা হবে: গভর্নর

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর

সীমাবদ্ধতার মাঝেও সাফল্যের গল্প