Ajker Patrika
হোম > অর্থনীতি

বিএসইসির সামনে বিনিয়োগকারীদের বিক্ষোভ, পুলিশ মোতায়েন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএসইসির সামনে বিনিয়োগকারীদের বিক্ষোভ, পুলিশ মোতায়েন

পুঁজিবাজারে ধারাবাহিক পতনের প্রতিবাদে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিনিয়োগকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির প্রধান ফটকের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিনিয়োগকারীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। এ সময় তাঁরা বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ দাবি করেন। বিনিয়োগকারীরা বিএসইসির সামনের সড়ক অবরোধ করে ‘অযোগ্য বিএসইসির চেয়ারম্যান হটাও, দেশের পুঁজিবাজার বাঁচাও’ স্লোগান দেন। 

এর আগে সকালে বৃষ্টি উপেক্ষা করে মতিঝিলে সমবেত হন বিনিয়োগকারীরা। বৃষ্টির কারণে পরিস্থিতি অনুকূলে না থাকায় বিএসইসির উদ্দেশে লংমার্চ কর্মসূচির সময়ে কিছুটা পরিবর্তন আনা হয়। তবে মতিঝিলে ডিএসইর পুরোনো ভবনের সামনে দ্বিতীয় দিনের মতো মানববন্ধন কর্মসূচি পালন করেন বিনিয়োগকারীরা। পরে বেলা সাড়ে ১১টার দিকে শতাধিক বিনিয়োগকারী লংমার্চ কর্মসূচি শুরু করেন। 

পুঁজিবাজারে ধারাবাহিক পতনের প্রতিবাদে বিএসইসির সামনে বিনিয়োগকারীদের বিক্ষোভ কর্মসূচি, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েনবিএসইসির সামনে বিক্ষোভের সময় বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের অর্থ সম্পাদক মো. সাজ্জাদুর রহমান বলেন, ‘বিএসইসি চেয়ারম্যান না বুঝে সিদ্ধান্ত নিচ্ছেন। যে কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তাই বিএসইসির পদত্যাগ করা খুবই জরুরি। বিনিয়োগকারীদের এখন একটাই দাবি, বিএসসির চেয়ারম্যানের পদত্যাগ চাই।’

এ দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত পুঁজিবাজারে দুপুর ১টা ৫০ মিনিটে দুই শতাধিক কোম্পানির দর বাড়লেও সূচক বেড়েছে সামান্য। লেনদেন হওয়ার সিকিউরিটিজের মধ্যে দর বেড়েছে ২১১ টির, কমেছে ১২৪ টির ও আগের দরে লেনদেন হয় ৬১ টির। এতে প্রধান সূচক ডিএসইএক্স ৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এই সময়ে লেনদেন হয়েছে কেবল ২১৪ কোটি টাকা।

ভ্যাট ছাড়ে স্বস্তি নাকি বিভ্রান্তি

পোশাকের ক্রয়াদেশ কমেছে আশঙ্কাজনক

ঈদ ডাবল খুশি অফার সিজন-৩ নিয়ে যমুনা ইলেকট্রনিকসের ঈদ ক্যাম্পেইন শুরু

সোশ্যাল ইসলামী ব্যাংকের ‘যাকাত ও ক্যাশ ওয়াক্ফ ক্যাম্পেইন’ উদ্বোধন

নারী উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে ৬ মার্চ

বেগুন লেবু শসায় বাড়তি দাম, কাটছে না তেল সংকট

২ লাখ ১৬ হাজার কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন

ওরিয়ন ইনফিউশনের শেয়ার কারসাজির দায়ে ৫৩ কোটি টাকা জরিমানা

ইফতারিতে মাছের শিঙাড়া-সমুচা আনল বিএফডিসি

বন্ড ছেড়ে ৭০০ কোটি টাকা মূলধন বাড়াচ্ছে ব্র্যাক ব্যাংক